এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিহঙ্গ-জাতি । సె ) অনেকেই বিশেষ শ্রমশীলতা ও নিপুণতা প্রকাশ করিয়া থাকে। আমাদিগের দেশে বাবুই নামক পক্ষী, বিশেষ সহিষ্ণুতা ও নিপুণতার সঙ্গে কুলায় নিৰ্ম্মাণ করে । ইংলণ্ডে খলিফ পক্ষী নামে একরূপ পক্ষী আছে, তাহারা ব্লক্ষের প্রশস্ত পত্র সুক্ষ্ম লতাদ্বারা সেলাই করিয়া বাসা প্রস্তুত করে । পক্ষিজাতি আমাদিগকে কর্তব্য-পরাযণতা ও নির্লিপ্তল শিক্ষা দিতে সৰ্ব্বাপেক্ষা শ্রেষ্ঠ উপদেষ্ট । পক্ষীগণ যথাসমযে কত যত্নে কুলায় নিৰ্ম্মাণ করে, শিশু সস্তানগুলিকে কত স্নেহে লালন পালন করে , পরিশ্রমের সময়ে পরিশ্রম করে, আহারের সময় আহার করে, আর সখনই অবসর পায়, তখনই তরুশাখায় শীতল ছায়। য় বসিয়া আনন্দ ও স্ফূৰ্ত্তির সঙ্গে গান করিতে থাকে । সমস্ত দিন পরিশ্রম করিয়া বিহঙ্গীগণ রাত্রিকালে সুখে নিদ্রা সম্ভোগ করে , আবার প্রত্যুষে জাগরিত হইয ঈশ্বরের নাম গান করিয়া পুনরায় কাৰ্য্য-ক্ষেত্রে প্রবিষ্ট হয । হুষ্টির অতি উপাদেয় পদার্থ, মানুষের বিশেষ উপকারী ও উপদেষ্ট বিহঙ্গদিগের প্রতি নিষ্ঠুর ব্যবহার করা অকৃতজ্ঞ ও পাষণ্ডের কার্য্য। আপনাদিগের নিষ্ঠুরতা ও কৌতুহল চরিতার্থ করিবার জন্ত তাহাদিগের প্রাণবধ করা, অথবা তাহাদিগের দুই একটী অনুকরণ-কৌশল