এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె 8 পাঠসাব । У о কখনো শিশিরে ধরা অৰ্দ্ধমৃতপ্রায়, নিদাঘে মার্তগু-করে, কভু তারে দগ্ধ করে, কতু হয় অভিষিক্ত বরষা-ধারায় । S X কি আশ্চৰ্য্য বিধাতার বিচিত্র রচনা ; পুলকে পূর্ণিত মন, করি যবে দরশন, এ কৌশল, মুখে আর বচন সরেনা ! > R ঐন্দ্রজালিকের ক্ষুদ্র পেটিকার প্রায়, এ বিশ্ব বিধির করে, নিত্য নব রূপ ধরে, সহসা সাজিল তাই বাসস্তী শোভায । মুদ্রাযন্ত্র ও বঙ্গভাষা। মুদ্রাযন্ত্র দ্বারা জনসমাজের যে কত উপকার সাপিত হইয়াছে, বলিয়া শেষ করা যায় না । বাষ্পীয় যন্ত্র দ্বারা যেমন নানা প্রকারের কল কৌশল নিৰ্ম্মিত হইয়া বাহ উন্নতির সুবিধা হইয়াছে, মুদ্রাযন্ত্র দ্বারাও সেইরূপ