পাতা:পাণ্ডব গীতা.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাণ্ডব গীতা
২১

একমনে কৃষ্ণে রাখে হৃদয় মাঝার,
দান, তীর্থ, তপ, যজ্ঞে কি কাজ তাহার? ৪৬


জমদগ্নিরুবাচ।

 
নিত্যোৎসবো ভবত্যেষাং নিত্যং শ্রীনিত্যমঙ্গলম্‌।
যেষাং হৃদিস্থো ভগবান্‌ মঙ্গলায়তনো হরিঃ॥ ৪৭

শ্রীহরি মঙ্গলময় যার হৃদি স্থিত,
উৎসব ‘মঙ্গল’ শ্রী, তাহার নিয়ত। ৪৭


ভরদ্বাজ উবাচ।

 
লাভস্তেষাং জয়স্তেষাং কুতস্তেষাং পরাজয়ঃ।
যেষামিন্দীবরশ্যামো হৃদয়স্থো জনার্দ্দনঃ॥ ৪৮

নীলপদ্ম-শ্যাম কৃষ্ণ যাঁর হৃদে রয়,
লাভ, জয়, সদা তাঁর, কোথা পরাজয়? ৪৮


গৌতম উবাচ।

গো-কোটি-দানং গ্রহণেষু কাশী-
প্রয়াগগঙ্গা-যুত-কল্পবাসী।
যজ্ঞাযুতং মেরু-সুবর্ণ-দানং
গোবিন্দনাম-স্মরণে ন তুল্যম্‌॥ ৪৯