পাতা:পাতঞ্জল দর্শন.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন পদ। حسهای جتمع-ت. ভাষ্য। উদ্দিষ্টঃ সমাহিতচিত্তস্ত যোগঃ কথং বুথিতচিত্তোইপি যোগযুক্তঃ স্যাৎ ইত্যেতদারভ্যতে | o সূত্র। তপঃস্বাধ্যায়েশ্বরপ্রণিধাননি ক্রিয়াযোগঃ ॥ ১ ॥ ব্যাখ্যা । তপঃস্বাধ্যায়েশ্বরপ্রণিধাননি (তপঃচান্দ্রায়ণাদি, স্বাধ্যায়ঃ প্ৰণবপূৰ্ব্বমন্ত্রজপ, ঈশ্বরপ্রণিধানং ঈশ্বরে সকলাপণং, এতানি), ক্রিয়াযোগঃ (ক্রিয়ৈব যোগঃ, যোগোপায়ত্বাৎ যোগ ইতু্যচ্যতে ) ৷ ১ ৷ তাৎপৰ্য্য। তপস্তা, ওঁকারাদিমন্ত্রজপ ও ঈশ্বরে সমস্ত অর্পণ করাকে ক্রিয়াযোগ বলে ॥ ১ ॥ ভাষ্য। নাতপস্বিনে যোগঃ সিধ্যতি, অনাদিকৰ্ম্মক্লেশবাসন চিত্র প্রত্যুপস্থিতবিষয়জাল চাশুদ্ধিনান্তরেণ তপঃ সম্ভেদমাপছতে ইতি তপস উপাদানম, তচ্চ চিত্তপ্রসাদনমবাধমানমনেনাসেব্যমিতি মন্যতে। স্বাধ্যায়ঃ প্রণবাদিপবিত্ৰাণাং জপঃ, মোক্ষশাস্ত্রাধ্যয়নং বা । ঈশ্বরপ্রণিধানং সর্ববক্রিয়াণাং পরমগুরাবপণং, তৎফলসংন্যাসো aব ৷ ১ ৷৷ অনুবাদ। সমাহিতচিত্ত যোগীর যোগ বলা হইয়াছে, বুখিত চিত্তেরও কিরূপে যোগ হইবে তাহ দেখাইবার নিমিত্ত দ্বিতীয় পাদ আরব্ধ হইতেছে। তপস্তাবিহীন ব্যক্তির যোগসিদ্ধি হয় না। আদিরহিত চিরকাল ধৰ্ম্মাধৰ্ম্ম কৰ্ম্ম ও অবিদ্যা প্রভৃতি ক্লেশ সংস্কার দ্বারা চিত্রীকৃত, ভোগ্য বিষয়। সকলের উপস্থাপক অশুদ্ধি অর্থাৎ চিত্তে রজঃ ও তমোগুণের সমূত্ৰেক তপস্তা ব্যতিরেকে বিরল হয় না। চিত্তের প্রসাদন অর্থাৎ বিশুদ্ধিকারক উক্ত তপস্তাকে