পাতা:পাতঞ্জল দর্শন.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ পা ২। স্থ ৫৩ ৷ ] সাধন পাদ । $నఁ ক্ষীয়তে । তথাচোক্তং “তপো ন পরং প্রাণায়ামাৎ ততো বিশুদ্ধির্মলানং দীপ্তিশ্চ জ্ঞানস্তেতি” ॥ ৫২ ॥ অনুবাদ। প্রাণায়াম অভ্যাসশীল যোগীর বিবেকঞ্জানাবরক অধৰ্ম্ম ও তৎকারণ অবিদ্যাদি ক্লেশ অপক্ষীণ হয় । ( শাস্ত্রকারগণ ইহাকে লক্ষ্য করিয়া বলিয়াছেন ) “বিবেকজানের আবরক কৰ্ম্ম ইন্দ্রজাল সদৃশ মহামোহ অর্থাৎ বিষয়ানুরাগ দ্বারা প্রকাশ স্বভাব চিত্তসত্ত্বকে আবরণ করিয়া অধৰ্ম্মে নিযুক্ত করে, প্রাণায়াম অভ্যাস করিলে প্রকাশের অর্থাৎ সত্বগুণের আচ্ছাদক সংসারের কারণ উক্ত কৰ্ম্মসমূহ দুৰ্ব্বল হয়, এবং প্রতিক্ষণ ক্রমশঃ ক্ষয় হইতে থাকে” । শাস্ত্রকারগণ বলিয়াছেন “প্রাণায়াম হইতে উৎকৃষ্ট তপঃ আর নাই, এই প্রাণায়াম দ্বারা চিত্তমলাদির শোধন হয়, এবং জ্ঞানশক্তির আবির্ভাব হয়” ॥ ৫২ ॥ মন্তব্য। আবরণশক্তি (যাহা দ্বারা রজ্জ্ব প্রভৃতির স্বরূপ আবৃত থাকে ) ও বিক্ষেপশক্তি (যাহা দ্বারা সর্প প্রভৃতির উৎপত্তি হয় ) যাহা বেদান্তশাস্ত্রে বর্ণিত আছে, এই স্থত্রে প্রকারান্তরে তাহাই বলা হইয়াছে। ভাষে মহামোহ নামক রাগের উল্লেখ আছে, উহা দ্বারা উহার কারণ অবিদ্যা ও অস্মিতা বুঝিতে হইবে। - প্রাণায়াম দ্বারা ইন্দ্রিয়ের দোষ শান্তি হয় একথা ভগবান মনুও বলিয়াছেন “দহন্তে ধায়মানানাং ধাতুনাং হি যথা মলাঃ । তথেন্দ্রিয়াণাং দহন্তে দোষাঃ প্রাণন্ত নিগ্ৰহাৎ”। অর্থাৎ অগ্নিতে দাহ করিলে যেমন স্বর্ণ প্রভৃতি ধাতুর মল (গাদ) বিগত হয় তদ্ধপ প্রাণায়াম দ্বারা ইন্দ্রিয়ের মল বিদূরিত হয় ॥ ৫২ ॥ © ভাৰ্য্য। কিঞ্চ । সূত্র। ধারণাস্ত্ৰ চ যোগ্যতা মনসঃ ॥ ৫৩ ৷ ব্যাখ্যা। (“ততঃ” ইত্যনুবর্তনীয়ং, প্রাণায়ামাভ্যাসাৎ) ধারণাস্থ (একাগ্রতাম্ব) মনসঃ যোগ্যতা (চিত্তস্ত সামর্থ্যম্ উপজায়তে ইত্যর্থঃ ) ॥ ৫৩ ৷ তাৎপৰ্য্য। পূৰ্ব্বোক্ত প্রাণায়াম অভ্যাস করিলে একাগ্রতারূপ ধারণাবিষয়ে চিত্তের শক্তি জন্মে ॥ ৫৩ ৷