পাতা:পাতঞ্জল দর্শন.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[পী ৩। সু ৮। ] বিভূতি পাদ। २०.१ সূত্র । ত্রয়মন্তরঙ্গং পূৰ্ব্বেভ্য: ॥ ৭ ॥ ব্যাখ্যা । ত্ৰয়ং (ধারণাদিত্ৰয়ং ) পূৰ্ব্বেভ্য: ( যমনিয়মপ্রভৃতিপঞ্চভ্য: ) অন্তরঙ্গং ( সম্প্রজ্ঞাতসমাধেঃ সাক্ষাৎসাধনম্) ॥ ৭ ॥ তাৎপৰ্য্য। ধারণা, ধ্যান ও সমাধি এই তিনটী সম্প্রজ্ঞাত সমাধির অন্তরঙ্গ ( সাক্ষাৎ ) সাধন, যমনিয়মাদি ខាំម៉ា বহিরঙ্গ সাধন ॥ ৭ ॥ ভাষ্য। তদেতদ ধারণাধ্যানসমাধিত্রয়ং অন্তরঙ্গং সম্প্রজ্ঞাতস্য সমাধেঃ পূর্বের্বভ্যো যমাদিসাধনেভ্য ইতি । - অনুবাদ। যম নিয়ম প্রভৃতি পূৰ্ব্বোক্ত পাচটা সাধন অপেক্ষা করিয়া ধারণা, ধ্যান ও সমাধি এই তিনটী সম্প্রজ্ঞাত সমাধির অন্তরঙ্গসাধন, যম নিয়মাদি পাচটা বহিরঙ্গ অর্থাৎ পরম্পরা কারণ ॥ ৭ ॥ মন্তব্য । যমাদি পঞ্চ সাধন দ্বারা ধারণাদিত্ৰয়রূপ সংযমের সিদ্ধি হয়, এবং তদ্বারা সম্প্রজ্ঞাত সমাধি সিদ্ধি পুৰ্ব্বক অসম্প্রজ্ঞাত সমাধি হয়। “সমাধির সাধন সমাধি” একথা প্রথমতঃ ভ্রমজনক বলিয়া বোধ হয় । বস্তুতঃ সংযমেরই উত্তর (পরিপাক ) অবস্থা সম্প্রজ্ঞাত সমাধি, উভয়ই ধোয় বিষয়ে চিত্তের একাকার বৃত্তি, এই নিমিত্তই অন্তরঙ্গসাধন বলা হইয়াছে ॥ ৭ ॥ সূত্র। তদপি বহিরঙ্গং নির্বজন্ত ॥ ৮ ॥ ব্যাখ্যা ! তদপি (ধারণাদিত্ৰয়মপি ) নিবীজস্য ( অসম্প্রজ্ঞাতসমাধেঃ ) বহিরঙ্গং ( পরম্পরাকারণং, নতু সাক্ষাৎ ) ॥৮ ॥ তাৎপৰ্য্য। ধারণাদি ত্রয় সম্প্রজ্ঞাত সমাধির অন্তরঙ্গসাধন হইলেও নির্বিষয় অসম্প্রজ্ঞাত সমাধির বহিরঙ্গসাধন ॥ ৮ ॥ ভাষ্য। তদপি অন্তরঙ্গং সাধনত্রয়ং, নিবজিস্য যোগস্ত বহিরঙ্গং, কস্মাৎ তদভাবে ভাবাদিতি ॥ ৮ ॥ অম্বাদ। সেই অন্তরঙ্গসাধন ধারণাদি ত্রয় নিৰীজ অর্থাৎ বিষয়হীন সৰ্ব্ব চিত্তবৃত্তি-নিরোধক্লপ অসম্প্রজ্ঞাত সমাধির বহিরঙ্গসাধন, কেননা ধারণাদিত্ৰয়রূপ সংযমের সম্পূর্ণ বিগম হইলেই অসম্প্রজ্ঞাত সমাধির ভাব (সত্তা ) হয় ॥৮ ॥