পাতা:পাতঞ্জল দর্শন.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8ન পাতঞ্জল দর্শন । [পা ৩। সু ২৬ । ] দেশ আছে। পশ্চিমদিকে গন্ধমাদন পৰ্ব্বত পৰ্য্যন্ত কেতুমাল দেশ, এই দুই দেশকে ভদ্রাখ এবং কেতুমাল বর্ষও বলে। মধ্যস্থানে ইলাবৃত বর্ষ।. এই শত সহস্ৰ যোজনপরিমিত স্থানের ঠিক্‌ মধ্য স্থানে মুমেরু থাকায় প্রত্যেক পাশ্বে পঞ্চাশৎ সহস্ৰ যোজন পরিমাণে এই জম্বুদ্বীপের পরিমাণ শতসহস্ৰ যোজন দীর্ঘ, ইহার দ্বিগুণ পরিমাণ লবণ সমুদ্র দ্বারা বলয় (গোল) আকারে বেষ্টিত রহিয়াছে। জন্তু, শাক, কুশ, ক্রোর্থ, শাল্লু, মগধ ও পুষ্কর এই সপ্তদ্বীপ যথোত্তর দ্বিগুণ পরিমাণ অর্থাৎ জম্বুদ্বীপের দ্বিগুণ,পরিমাণ শাকদ্বীপ ইত্যাদিরূপে পরিমাণ বুঝিতে হইবে। লবণ, ইক্ষু রস, স্বর, সর্পিঃ (স্বত), দধিমণ্ড, ক্ষীর (দুগ্ধ) ও জল এই সপ্ত সমুদ্র সর্ষপরাশির দ্যায় বিশেষ উন্নতও নয় নিতান্ত নিম্নও নয়। সুন্দর পর্বতমালা সমুদ্রগণের অবতংস (শিরোভূষা) স্বরূপ। উক্ত সপ্তদ্বীপ উক্ত সপ্ত সমুদ্র দ্বারা যথাক্রমে বেষ্টিত, সমুদ্রগণ স্ব স্ব দ্বীপের ( যে যাহাকে বেষ্টন করিয়াছে ) দ্বিগুণ পরিমাণ। সপ্ত সমুদ্র পরিবেষ্টিত এই সপ্তদ্বীপ গোল আকারে অবস্থিত। ইহা চতুর্দশ ভুবনের বহিঃস্থিত লোকালোক পৰ্ব্বত দ্বারা বেষ্টিত। সপ্ত সমুদ্র সহিত সপ্ত দ্বীপ বসুমতীর পরিমাণ পঞ্চাশ কোটি যোজন। উল্লিখিত ভূলোক ব্ৰহ্মাণ্ডমধ্যে অসঙ্কীর্ণভাবে সংক্ষিপ্ত রহিয়াছে। যাহার মধ্যে এই সমস্ত ভুবন অন্তর্নিহিত আছে, ধারণার অতীত অতি বৃহৎ সেই ব্ৰহ্মাণ্ডও প্রধানের (প্রকৃতির) একটা ক্ষুদ্র অবয়ব, যেমন আকাশে খন্তোত (জোনকি) অবস্থান করে, তদ্রুপ প্রকৃতির মধ্যে ব্ৰহ্মাও আছে। উক্ত সপ্ত লোকের মধ্যে যে লোকে ষে জাতীয় জীব বাস করে তাহা বিশেষ করিয়া বলা যাইতেছে, ভূলোকের মধ্যে, পাতালে ও সমুদ্র পৰ্ব্বত প্রভৃতি স্থানে দেবজাতীয় ও অম্বর, গন্ধৰ্ব্ব, কিন্নর, কিম্পুরুষ, যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত, পিশাচ, অপস্মারক, অঙ্গরঃ ব্রহ্মরাক্ষস, কুষ্মাও ও বিনায়কগণ বাস করে। সমস্ত দ্বীপেই দেবগণ ও মনুস্যগণ ইহারা পুণ্যাত্মা অর্থাৎ পুণ্যফলে দেবতা ও মানবজন্ম লাভ হয়। দেবগণের উদ্যানভূমি (বিহার স্থান ) সুমেরু পৰ্ব্বত, উহাতে মিশ্রবন, নন্দন, চৈত্ররখ, ও স্বমানস নামক চারিটা উদ্যান আছে। দেবগণের সভার নাম স্বধৰ্ম্ম, পুরের নাম হ্রদর্শন, প্রাসাদের নাম বৈজয়ন্ত। ভুবর্লোকে (অন্তরিক্ষ লোকে ) স্বৰ্য্যাদি গ্রন্থা, অধিনী প্রভৃতি নক্ষত্রগণ ও ইতর অল্প জ্যোতিঃ তার সকল ধ্রুব দক্ষত্রে বায়ুরূপ রজ্জ্ব দ্বারা বন্ধ হইয়া বায়ুর সঞ্চালনে নিয়ত