পাতা:পাতঞ্জল দর্শন.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ পী ৩ । সূ ৫৫ ৷ ] বিভূতি পাদ । . ՀՀ» ծ দোষ-মিথ্যাজ্ঞানানামুত্তরোত্তরাপীয়ে তদনন্তরাপায়াদপবর্গঃ” অর্থাৎ দুঃখ হইতে মিথ্যাজ্ঞান পৰ্য্যন্ত পর পরটার অভাবে পূৰ্ব্ব পূৰ্ব্বটার অভাব হয়, এইভাবে দুঃখের অভাবই মুক্তি, এ স্থলেও ভাষে “জ্ঞানাদদর্শনং নিবৰ্ত্ততে’ ইত্যাদি দ্বারা সেই ক্রমই প্রদর্শিত হইয়াছে। বাচস্পতি বিরচিত তৃতীয় পাদের সংগ্ৰহশ্লোক যথা, অত্রান্তরঙ্গাণ্যঙ্গানি পরিণামাঃ প্রপঞ্চিতাঃ । সংযমাদ্ভূতিসংযোগস্তাস্থ জ্ঞানং বিবেকজম্ ॥ অর্থাৎ এই তৃতীয় পাদে ধারণা, ধ্যান ও সমাধিরূপ যোগের অন্তরঙ্গসাধন, পদার্থ মাত্রের ধৰ্ম্ম, লক্ষণ ও অবস্থাপরিণাম, সংযমজন্ত বিভূতি ও বিবেকজজ্ঞান বর্ণিত হইয়াছে ॥ ৫৫ ॥ ইতি পাতঞ্জল দর্শনে বিভূতি নামক তৃতীয় পাদ সমাপ্ত হইল।