পাতা:পারস্য ইতিহাস.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ ఆ কপোল গোলাপ পুষ্প, মুখ রত্ন কূপ । দন্ত যেন মুক্ত পাতি অতি অপৰূপ ৷ কাজীরে এন্ধপ মগ্ন হেরিয়া রমণী । হেলিতে দুলিতে উঠি বেড়ায় অমনি ॥ কত রঙ্গ ভঙ্গি করি জিজ্ঞাসে কামিনী । আমি কি হে মহাশয় কুৎসিত গামিনী। অামার গঠন কি হে নহেক উত্তম । দেখিছ কি তুমি মোর চলন অধম ৷ কাজী বলে চন্দ্ৰমুখি করিলে মোহিত । ৰূপের তুলনা তব কাহার সহিত ॥ তখনি যুবতী কহে খুলি দুই কর । নহে কি আমার ভুজ অতি মনোহর । হায় রে নিষ্ঠ রা নারী বিচারক বলে । কেন অার দহিতেছ একে প্রাণ জ্বলে ॥ বলিতে যদ্যপি অণর কথা কিছু থাকে। একেবারে বল দুঃখ না দিয়া অামাকে। জেমোদী এ কথা শুনি কহিল তখন । বলি শুন তবে মোর দুঃখের কারণ ॥ ঈশ্বর এত যে ৰূপ দিলেন অমিয় । কিন্তু একাকিনী গৃহে থাকি বন্দি প্রায়। দেখিতে না পাই কতু পুরুষের মুখ । নারীকেও বলিতে না পাই মনোদুঃখ । দুঃসহ বিরহ জ্বালা অার নাহি সহে । একাকিনী fবরহিণী সদা মন দহে ॥ কত বর অাসে মোর বিবাহের তরে । কিন্তু ক্রর পিতা তায় এই কুচ্ছা করে। ইন্দ্রিয় রহিতা আমি পাগলিনী তায় । কুজী অার ব্যাধি গ্রস্ত মাংসপিণ্ড কায় কেহ নাহি চাহে তাই বিবাহ করিতে । আইবড় বুঝি মোরে হইল মরিতে। কাজীরে এসব কথা কহিয়া ললনা । কান্দিতে লাগিল পরে করিয়া ছলনা। রোন ভাবিয়া সত্য বিচারক কয়। সত্য কি পিতার তব পাষাণ হৃদয় ॥ পারস্য ইতিহাস । বাঞ্ছল কি এমন বৃক্ষ না ফলিতে ফল। জন্মিয়া সুন্দর তরু হইবে বিফল ৷ ভাল ভাল তব ভাল করিব উপায় । যৌবন তোমার নাহি যাইবে বৃথায় ॥ কহ শুনি বিধুমুখি ইহার কারণ। কি দোষে জনক করে বিবাহ বারণ ॥ কপট ক্রন্দনে নারী করিল উত্তর । কেমনে জানিস বল পিতার অন্তর ॥ যা হউক মনে কিছু থাকিবেক তার । | যাতনা সহিতে কি স্তু নাহি পারি অণর ॥ লুকাইয়া আসিয়াছি আজি তব স্থানে । করুণা নয়নে হের অধিনীর পানে ॥ আপনি বিচারপতি করুন বিচার । দারুণ Fিরহে প্রাণ দহিছে অামার ॥ অবিচার কর যদি ত্যজিব এ প্রণণ । মদন শাসন হতে পাব পরিত্রাণ ৷ যখন এসব কথা জেমোদী কহিল । শুনিয়া কাজীব মন গলিত হইল । কাজ, বলে কি কারণে হইবে নিধন । বিফলে যাবে না তব এ নব যৌবন ॥ চাহ কি পিতার বাস ত্যজিয়া এখনি । অনায়াসে হতে পার অামার রমণী ॥ আজিই বিবাহ করি মনস্থ অামার । ইহাতে অপেক্ষ মাত্র সম্মতি তোমার। এ কোন বিচিত্র কথা কহিল যুবতী । পরম সৌভাগ্য মানি তুমি হবে পতি। কিন্তু এই শঙ্কা মনে হতেছে আমার । কেমনে সম্মতি তুমি লইবে পিতার। কাজী বলে চিন্তা কিছু না করিও তার। অনুমতি লব আমি আমার সে ভার ॥ কেবল পিতার নাম কহ এই স্থানে । কিবা ব্যবসায় করে থাকে কোন খানে ॥ নারী বলে অউস্তণ ওমার ভঁার নাম । রঙ্গরাজী কৰ্ম্ম কার নিকটেতে ধাম ॥