পাতা:পারস্য ইতিহাস.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 e & পারস্য ইতিহাস । - তুমি কি বুঝবে নাথ মন সব জানে। তথাপি অবোধ মন প্রবোধ ন ন মানে ॥ আহা মরি পক্ষী মোর ছিল কি সরল । স্নেহ করি যাহা কহি বুঝিত সকল ॥ সখীর নিকটে যেতে ভাল না বাসিত। অামাকে দেখিলে হাতে উড়িয়া অাসিত। কিবা জানি প্রেম তার অন্তরে জাগিত। প্রকাশিতে না পারিয়া চাহিয়া থাকিত ॥ এ সকল গুণে মনে খেদ কত অাসে । সে পাখি বিহনে আঁখি শোকনীরে ভাসে৷ হায় কোথা গেলি প্রাণ পাখিরে অামার। তোমা বিনে এজীবনে কায নাহি অার ॥ এত বলি আরো রাণী কত খেদ করে । অামি ভাবি'মঙ্গল ঘটিল অতঃপরে ॥ মনে ভাবি শোকানল নিবাতে রাণীর । উদাসীন মায়া বিদ্যা করিবে জাহির । সে অাশা অসার নহে হইল মুসার । তাহার বৃত্তান্ত শুন অতি চমৎকার। প্রবোধ না মানে শোকে কান্দে নুপজায়ণ। হেরি তাহ ফকীরের উপজিল মায়ণ ॥ সখীগণে আজ্ঞা দিল বাহির হইতে । বিরলে রাণীর সঙ্গে লাগিল কহিতে ॥ সন্তাপ ত্যজহ প্রিয়ে মুছ দুই আঁখি । বঁাচাইয়া দিব আমি বুল বুল পাখি। রজনী প্রভাতে উঠি হেরিবে নয়নে । শুনিবে মধুর গান তাহার বদনে ॥ রাণী বলে একি তুমি পাগল ভাড়াবে। ভাবিলে কি এই শোক বচনে ছাড়াবে। এখন কহিলে পাখি কাল দেখা যাবে। কাল পুনঃ কাল কালে একালেরে খাবে। ‘কাল কাল বলে কাল করাইবে ক্ষয় । কাল বশে এত শোক ক্রমে হবে লয় ॥ কিম্ব সেই মত পাখি রাখিবে ধরিয়া । ললন। ভুলাবে নাথ ছলনা করিয়া ॥ উদাসীন বলে প্রিয়ে প্রতারণা নয় । মৃত পক্ষী বাচাইব জানিবে নিশ্চয় ॥ জানি আমি জাদুবিদ্যা শবে দিতে প্রাণ। প্রেবেশিয়া পক্ষী দেহে শুনাইব গান ৷ প্রত্যহ শুনিবে গান অত্যন্ত মধুর। দেখিবে পক্ষীকে প্রিয়ে অধিক চতুর। প্রত্যয় না হয় যদি বচনে অামার । এখনি বাচায়ে দিব বিহঙ্গে তোমার ॥ এ কথা শুনিয়া নারী উত্তর না দিল। প্রত্যয় না হয় কথা ফকীর ভাবিল ॥ " পালঙ্কেতে গিয়া পরে করিল শয়ন । মনে মনে সেই মন্ত্র পড়িল তখন ॥ মন্ত্রবলে মৃত্যু দেহে নিজ আত্মা নিল । .সজীব হইয়ণ পক্ষী গান আরম্ভিল ॥ মুত পক্ষী সঞ্জীৰ দেখিয়া পুনরায় । কি আশ্চর্য্য হলো রাণী কহা নাহি যায় । এই দিকে আছি আমি এই অপেক্ষায় । পক্ষীতে তাহার প্রাণ কত ক্ষণে যায় ॥ যেই দিকে মৃত পাখি উঠিল ডাকিয়া । আসিলাম নিজ দেহে কুকুরী থাকিয়া ॥ তখনি অমনি গিয়া বিহঙ্গে পাড়িয়া । অবিলম্বে ফেলি তার মস্তক ছিড়িয় ॥ রাণী বলে কি কর কি কর মহারাজ । অকারণে পক্ষী বধ অসম্ভব কায । এত যদি মনে ছিল সংহাfরবে প্রাণ । তবে কেন পুনশ্চ করিলে প্রাণদান ॥ ক্রোধে কম্প কলেবর না করি উত্তর । কহিল্লাম ধন্য২ তুমি হে ঈশ্বর। আজি হলো দুঃখ শান্তি বধিয়া পামরে সাজে আরো শাজা তার এপাপের তরে। একে দেখে শবে জীব অসম্ভব ক্রিয়া । কথা শুনি আরো স্তব্ধা হলো রাজ প্রিয়৷ বিশেষতঃ আনন্দিত অামাকে হেরিল । বিস্ময় ভাবিয়া রাণী জিজ্ঞাসা করিল ॥