পাতা:পারস্য ইতিহাস.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 2. আমিই কিঙ্কর হব, দাসত্ব পসরা সব, তাহে মোর কোন খেদ নাই ॥ রাজপুত্র কৃতাঞ্জলি, বলে তবে শুন বলি, কালি অামি বাহক হইব । কোনজন ডাকিনিবে,অবশ্ব কিঞ্চি দিবে, দিনপাত তাহাতে করিব ॥ এইযুক্তি করি স্থির, প্রভাতে উঠিয়া ধীর, রহিলেন অtসিয়া বাজারে । কপাল বৈগুণ কিবা,বিগত অৰ্দ্ধেক দিবা, কেহ নাহি ডাকিল তাহারে ॥ নৈরাশ হইয়া তায়, মনে ভাবে যুব রায়, ঘরে ফিরে কেমনে যাইব । কিছুনামিলিল কড়ি,আমিযেঅন্ধের নড়ি, বাপ মায় গিয়া কি কহিব ॥ হইয়া হতাশযুত, চলিল নরেন্দ্র স্থত, মনে মনে কত খেদ করে । সম্মুখে প্রাস্তরে গিয়া,বৃক্ষমূলে উত্তরিয়া, বসিলেন বিশ্রামের তরে ॥ ক্ষুধা তৃষ্ণা তীক্ষতর, অবসন্ন কলেবর, যুবরাজ অত্যন্ত চিন্তিত । ডাক ছাড়ি নিরস্তর, বলে রাখ হে ঈশ্বর, এই ভাবে হইল নিদ্রিত ॥ নিদ্রাভঙ্গেতুলিজাখি,দেখেএকবাজপাখি, বসিয়াছে ব্লক্ষের শাখায় । শির উৰ্দ্ধে শোভাকর, চিত্র ছদ মনোহর, রত্নহার ঝুলিছে গলায় ॥ হেরি পক্ষী মনোহর, রাজপুত্র মেলে কর, তাহে বাজ উড়িয়া আসিল । যুবণবলে অদ্যাবধি,মিলায়ে দিলেননিধি, মুখ সিন্ধে তখনি ভাসিল ॥ এপাখি সামান্য নয়, বুঝিবা রাজার হয়, এত ভাবি চলে হৃষ্ট মনে । ফলেতে সে প্রিয়বীজ, পূৰ্ব্বদিনে মহারাজ, হারাইয়া গিয়াছেন বনে ॥ পারস্য ইতিহাস । না পাইয়া পক্ষিবর, শোকাকুল নরেশ্বর নিদ্রা নাই শোকের লাগিয়া । ব্যtধগণে ডাকিকয়,যদি থাকে প্রাণে ভয়, শীঘ্ৰ অান বিহঙ্গে ধরিয়ণ ॥ নগর ভ্রময়ে ব্যাধ অন্বেষিয়া বাজ । বাজ হস্তে করি রাজ্যে যায় যুবরাজ ॥ দেখিয়া বিহঙ্গবরে কহে প্রজাগণ । দেখ২ বtঞ্জ পাখি অানে কোন জন ॥ ভাল ভাল হয় যেন মঙ্গল উহার । বিহঙ্গ পাইয়া দুঃখ ঘুচিবে রাজার। হেন কলে পক্ষী লয়ে নরেন্দ্র নন্দন । রাজার সদনে আসি দিল দরশন ॥ হীরা পাখি হের রায় হরিষ হইল । পক্ষী হস্তে করি-মুখে চুস্বিতে লাগিল । সমাদরে নরপতি জিজ্ঞাসে তাহারে । কোথায় ধরিলে পাখি কহ কি প্রকারে কালফ বৃত্তান্ত সব কহিল রাজায় । যেৰ পে দেখিল পাখি ধরিল যথায় ॥ সন্তুষ্ট হইয়। তবে জিজ্ঞাসে ভূপতি। কাহার নন্দন তুমি কোথায় বসতি । বিনয়ে কালফ কয় শুনহ রাজন । বলগারে বসতি আমি সাধুর নন্দন ॥ বাণিজ্য কারণ পিতা মাতার সহিতে । যাইতে ছিলাম জ্যাকে স্বদেশ হইতে ॥ অাচfস্বত পথি মধ্যে তস্কর পড়িল । পরাইয়া ভগ্নবাস সৰ্ব্বস্ব লইল ॥ ভিক্ষা করি দেশে২ খাই তিন জন । অবশেষ তব দেশে এসেছি রাজন ॥ পরিচয় শুনি রায় হরিষ অন্তর । করিব তোমার ভাল করিল উত্তর ॥ অঙ্গীকার করিয়াছি পক্ষীযে জানিবে । দিব তারে তিন দ্রব্য যাহা সে চাহিবে ৷