পাতা:পারস্য ইতিহাস.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عــصخضa v- পারস্য ইতিহাস । কিন্তু আমি অজ্ঞতম, না জানি বিসমসম অতএব গৃহে তার অবশ্ব যাইব ॥ সদাক্রাস্ত ভ্রম মোহকারী । জানিতে না পারি তবু প্রযত্ন করিব ৷ অতএব গুণাকর, সমাদরে বহুতর, উদ্বিগ্ন হইয়া রাজা সন্ধানের তরে । ক্রট হইয়াছে মনে করি ॥ প্রত্যুষে উঠিয়া যান ভূত্যরাখি ঘরে । কিন্তু তুমিনিজবোধে,এজনের অনুরোধে, যুবার সমীপে রায় উপনীত হন। করিবেন। সে দোষ গ্রহণ । কহিতে লাগিল তারে হইয়া নিজন । যুড়িয়া যুগল কর, নতি স্তুতি পুরঃসর, “অবিল-কাসেম তুমি অতি দয়া কর। এ কিঙ্কর করে নিবেদন । ত্ৰিভুবন মধ্যে বটে সত্য যশ ধর । প্রার্থনীয় পুন এই,পাঠাই কিঞ্চিং যেই, অামাকে যে দ্রব্যসব করিলে প্রেরণ । , তবযোগ্য কোন মতে নয় । ভরসা না হয় তাহা করিতে গ্রহণ ॥ প্রকাশিয়া অনুগ্রহ, যদিকর প্রতিগ্রহ, দানের অযোগ্য অামি শুন মহাশয় । তবে হয় স্থতৃগু হৃদয় । কি করিব এত বনে এই মোর ভয় ॥ তরুশিখী শিশুম। ত্র, নারী আর পানপা ত্র ফিরাইয়। দিতে চাই আজি যদি হয় । • যাহা হেরি হয়ে হরষিত । অন্যথা নাহিক ভাব জানিবে নিশ্চয় ॥ সমাদর পুরঃসর, প্রশংসিলে বতহুতর, বেদগাদ গমনে মম অাছে অভিলাষ । করিতেছি সে সব প্রেরিত ॥ তোমার প্রশংসা গিয়া করিব প্রকাশ” এই হয় মমনীতি, যেজন যে দ্রব্য প্রতি, শুনিয়ণ রাজার কথা বণিক তনয় । প্রতীক্ষণ করি প্রীতি করে । “কহিল কি ক্ৰটিবুঝি হয়েছে নিশ্চয় ॥ তদবধি হর তার, অধিক কি কব আর, কোনকিছু দোষ যদি গ্রাহকে না পায় । নিবেদন তোমার গোচরে ॥ তবে কি মনোজ্ঞ দান ফিরাইতে চায় ॥ সমাদরে ক্রটু যদি না থাকে আমার । তবে কেন হেন বোধ হইবে তোমার ॥ পত্রপাঠে নরপতি চমৎকার মানে । শুনিয়া যুবার কথা ভূপাল চিন্তিত । বলে আবলের তুল্য কেহ নাই দীনে। কহিলেন হইয়াছি সত্য সন্তোষিত । যথার্থ জাফর কত্ৰী কহিয়াছে ক্রম ৷ অমূল্য অতুল্য দ্রব্য মোর যোগ্য নয়। দেখাইয়া দানশক্তি বিনাশিল ভ্ৰম ॥ কেমনে গ্রহণ করি সাহস না হয় ৷ অদ্যাবধি মন তুমি ত্যজ অভিমান । বরঞ্চ উচিত কহি শুন মহাশয় । কহিওনা কেহ নাই তোমার সমান। এপ্রকার ধন দান যুক্তিসিদ্ধ নয় । আমার প্রজার মধ্যে এই এক জন । শুনিয়। রাজার কথা ভাবন ত্যজিল । দানেতে ইহার তুল্য নহে রাজাগণ ॥ সহাস্য বদনে যুব কহিতে লাগিল । নাহি জানি এ যুবার কতঅাছে ধন । ফিরাইয়। দিবে দান কহিলে যখন । অকাতরে দানকরে কুণ্ঠনহে মন । কুষ্ঠিত আমার মন হইল তখন ॥ এইহেতু থাক। ভাল সন্ধানের তরে। বুঝিলাম তাহা নহে বিপরীত বোধ । জানিব কেমনে যুবা এতদান করে ॥ মন ধন রক্ষণ হেতু তব অনুরোধ ॥