পাতা:পারস্য ইতিহাস.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । , ১২৩ মধ্যভাগে শোভে দুই স্বর্ণ সিংহাসন। রাজপুত্র বলে মিছা করিছ যতন। স্থাপিত ত্রিকোণাসনে অতি স্থশোভন ॥ পলায় ছাড়িয়া কেবা পাইলে রতন ॥ সভা মধ্যে উপস্থিত হইল কুমার। "নন্দিনীর প্রতি রাজা কহেন তখন । সভাস্থ সমস্ত লোক করে নমস্কার ॥ রাজার নন্দনে প্রশ্ন করহ এখন ॥ কিন্তু কেহ তার সঙ্গে কথা নাহি কয় দেব অমুকুল হন পূজিয়াছি যারে। ভূপতি আসিবে বলি সবে মৌন রয় উত্তর করিতে যেন যুবরাজ পারে। উদয় অচলে রবি হইল প্রকাশ । | কন্যা কহে কেন হেন কহ মহাশয় | অন্দরের দ্বার আসি খুলে দুই দাস ॥ ধৰ্ম্মসাক্ষী মরে লোকে মোর বাঞ্ছল নয়। অবিলম্বে নৃপবর চীনের ঈশ্বর । আপন কুবুদ্ধি ক্রমে হারায় জীবন। অাইলেন কন্যা সহ সভার ভিতর ॥ আসিয়। অামাকে কেন করে জ্বালাতন ॥ হিরণ্য তাঁসের বাস খচিত হীরায় । শুন শুন বলি তবে রাজপুত্ৰে কয় । পরিয়াছে রাজকন্যা কিবা শোভা তায়। মোর তবে দোষ নাই যদি মৃত্যু হয় । ঘোমটায় মুখ ঢাকা, ঢাকা কিসে যায়। আপন বধের ভাগী হইবে আপনি । চপলা কখন নাহি মেঘেতে লুকায় ॥ | বিবাহ করিতে আমি সাধিয়া না আনি ॥ উঠিল সভাস্থ সবে দেখিয়া রাজনে । কুমার উত্তর করে, সুধাংশু বদনি। দাড়িয়া রহিল অৰ্দ্ধ মুদিত নয়নে ॥ জানি আমি যত কথা কহিবে আপনি ॥ স্থির নয় যুবরায় চারিদিকে চায়। দয়া করি এখন প্রস্তাব মোরে কর । কন্যাকে দেখিয়া মনে করে হায় ২ ॥ দেখিব পারি কি নারি করিতে উত্তর ॥ সিংহাসনে উঠি দোহে বসিল তখন । কন্যা বলে কহ তবে রাজার কুমার। পাছে দাণ্ডাইল আসি দাসী দুই জন ॥ | কোন জীব হয় সেই কি নাম তাহার ॥ পরম যুবতী দোহে ৰূপে মনোরম আছেন সকল দেশে সকলের প্রিয় । বদন শরদ ইন্দু জিনিয়া উপমা ॥ ধরায় কোথায় তার নাহিক দ্বিতীয় ॥ আইল যে ছয় জন রাজপুলে নিয়া তৈমুর নন্দন কহে তিনি দিবাকর । তাহীদের এক জন রাজ আগে গিয়া সৰ্ব্বত্র গমন তার সর্বত্র অাদর। পড়িলেন কালফের প্রতিজ্ঞার কথা শুনি ধন্য২ করে যত সভ্যগণ । , কুমারে কহিল ভূপে প্ৰণামিতে তথ। । পুনঃ প্রশ্ন রাজুকন্যা করেন তখন । তিন ৰার প্রণামিল নৃপতি নন্দন কহ শুনি জননী এমনি কার প্রাণ । হয়ে মনে ২ হাসেন রাজন ৷ প্রসব করিয়া খায় আপন সন্তান ॥ উকীল উঠিয়া পড়ে আইন রাজার । রাজপুত্র বলে সেই জননী জলধি । প্রশ্নেতে হারিলে মৃত্যু হইবে তাহার। তাহে হয় তাহে লয় যত নদ নদী । পরে কহে শুন শুন রাজার নন্দন | উত্তর করিল যদি রাজার কুমার। এই ত শুনিলে তুমি বিবাহের পণ। মনে ২ মহাক্ৰোধ হইল কন্যার । যদি ইথে ভয় পাঁও প্রাণরক্ষা চাও কোন মতে মৃত্যু হয় এই অভিপ্রায় । এখন উপায় অাছে পলাইয়া যাও পুনৰ্ব্বার আর প্রশ্ন জিজ্ঞাসিল তায় ॥