পাতা:পারস্য ইতিহাস.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন কহ শুনি কোন বৃক্ষে পত্র এ প্রকার । ধবল শুামল বর্ণ দুই পৃষ্ঠে যার ॥ প্রশ্ন বলি তুষ্টা নহে দুষ্ট মানসিনী । ছলিতে ঘোমটা খুলি বসিল কামিনী। স্বভাবতঃ শোভে মুখ জিনি দ্বিজরাজে। তাহে অার শোভা পায় ঘেরিয়াছে লাজে কুসুম কলিত শিরে কুঞ্চিত কুন্তল । নক্ষত্র জিনিয়া নেত্র অধিক উজ্জল ॥ কপের তুলনা দিতে ছিল ক্ষণপ্রভা । কিন্তু কিসে তুলা হবে সে যে ক্ষণপ্রভা ৷ হেরিয়া হরিষে মুগ্ধ হল যুবরায় । দাড়াইয়া রয় কাষ্ঠ পুত্তলিকা প্রায় ॥ সভাস্থ সকলে ভয়ে করে হায় হায় । রাজা বলে কি হইল রাজপুত্র যায় । পাও বর্ণ মুখ রাজা জ্বলে শোকানলে । হেন কালে চেতন পাইয়া যুবা বলে । শুন শুন রাজকন্যা ভুবন মোহিনী । মর্ত্যে যেন দেখিলাম স্বগের কামিনী ৷ সেৰপ হেরিয়া মন হইল চঞ্চল । মুখে না জুয়ায় বাণী শরীর অচল । অতএব খঞ্জনাক্ষি ক্ষমহ অামায় । ভুলিয়াছি তব প্রশ্ন কহ পুনরায় ॥ কন্যা কহে হেন পত্র হয় কোন গাছে । কৃষ্ণ শুভ্র দুই বর্ণ দুই পুষ্ঠে আছে। তৈমুর তনয় কহে শুনগো মৃন্দরি । বৃক্ষ সে বৎসর, পত্র দিবা বিভাবরী ॥ এহেন উত্তর যদি কালফ করিল। ধন্য২ সভ্যগণ করিতে লাগিল ॥ রাজা বলে শুন কন্যা হারিলে বিচারে । এখন উচিত হয় বরিতে ইহারে ॥ লজ্জায় ঘোমটা টানে রাজার কুমারী। ঝর ঝর নয়ন বহিয়া ঝরে বারি। কন্যা কহে কেন পিতা পরাস্ত মানিব । আরো প্রশ্ন আছে কালি জিজ্ঞাসা করিব। পারস্য ইতিহাস । — রাজা বলে একি কথা পুনঃ ন কহিবে । বাসনা কি চিরকাল প্রশ্ন জিজ্ঞাসিবে ॥ বরঞ্চ স্বীকার মোর তোমার কারণ । অার এক প্রশ্ন তুমি জিজ্ঞাস এখন। ললনা ছলনা করি কান্দি২ কয় । কালি জিজ্ঞাসিব বাপ আজি অণর নয় ॥ লোহিত লোচন রাজা অগ্নি হেন জ্বলে । বিবাহ বাসনা মাই মহাক্রোধে বলে ॥ ধিক ২ এমন কঠিন তোর প্রাণ । | মারিতে প্রেমিকগণে সদণ কর ধ্যান ॥ এমন বাঘিনী মেয়্যা উদরে ধরিল। এই ভাবি তোর মাতা শোকেতেমরিল। খাইয়া ৰিলালি মায় করি জ্বালাতন । অামায় খাইতে শেষ আছিস এখন ॥ তোর পণে ক্ষণে মনে নাহিক আহলাদ । তুই কন্যা তোর জন্য যতেক বিষাদ । করিয়াছিলাম সত্য ঘুচিল এখন। অার না করিব কার শোণিত দশন ॥ উত্তর করিল প্রশ্ন রাজার কুমার। হয় নয় পতি সবে করিবে বিচার ॥ সায় দিল গোলমালে যত সভ্যগণ । উকীল কহিল সত্য ঘুচিল এখন ॥ আছিল কন্যার পণ পতি সে হইৰে । যেজন প্রশ্নের অর্থ যথার্থ কহিবে ॥ উত্তর করিল এবে রাজার কুমার। বিচারে এখন পতি হইবে তাহার ॥ কন্যার উচিত হয় প্রতিজ্ঞা পালিবে । নতুবা বিধির ক্ৰোধ তাহাতে ফলিবে। অধোমুখী কুমারী নীরব তার বোলে । ঝর ২ ঝরে আঁখি মুখ নাহি তোলে। সে দুঃখে হইয়া দুঃখী কহিছে কুমার । শুন ওহে ক্ষিতিপতি ধৰ্ম্ম অবতার ॥ ভাগ্য ক্রমে উত্তর দিলাম যদি তায় । দেখহ দুহিতা তব দুঃখিনী তাছায় ॥