পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস • কিন্তু তাহে চিন্তা কিছু নাই মহাশয় বৃত্তাস্ত-বলিয়ন তব ঘূচাব সংশয় ॥ ইহার সমান কিম্বা ইহার অধিক । অকাতরে দিতে পারি প্রবাল মাণিক ৷ শুনিলে প্রথমে তুমি আশ্চৰ্য্য মানিবে। পশ্চাতে নিগুঢ় কথা জানিতে পারিবে । একথা বলিয়ানিয়া যুবা নৃপবরে। প্রবেশিল অন্য এক স্থসজ্জিত ঘরে ॥ কত অলঙ্কার তীর শোভে চারি পাশে ॥ পরিপূর্ণ সবস্থান মুগন্ধির বাসে ॥ কাঞ্চনের সিংহাসন সম্মুখে স্থাপিত । অপূৰ্ব্ব বসনে তার সোপান মণ্ডিত ॥ রাজা ভাবে এই ঘর সীমান্যের নয় । , অীমা হতে বড় কোন রাজারি বা হয় ॥ সেই সিংহাসনে যুবা বসাইয়। ভূপে । ইতিহাস অtৱত্ত করিল এই ৰূপে ॥ বশরা নগর ত্যজি যাইব প্রবাসে লাঘব হইবে ক্লেশ অন্য সহ বাসে ॥ এতেক চিন্তিক্ষণ বেচি গৃহাদি সকল । অবিলম্বে ত্যজি দেশ লইয়ন সস্বল ॥ অরণ্য-অর্ণব গিরি ভ্ৰমি নানা দেশ । কেরে। রাজ্যে আগমন করি পরিশেষ দেখিয়া দেশের শোভা জিজ্ঞাসিয়া নাম। স্মরণ হইল সেই জনকের ধাম ॥ তাহাতে নয়নে বারি বহিতে লাগিল আপনার দুঃখকথা মনেতে জাগিল। ভাবিতে ভাবিতে যাই তটিনীর তীরে । অবুশেষ রাজপুরে চলি ধীরেধীরে ॥ গবাক্ষেতে দাড়াইয়া ছিল এক নারী ॥ কটাক্ষেতে হানে বাণ ৰপে মনোহারী ॥ দাড়াইয়া রহিলীম তাঁহারে হেরিয়া । রমণী দেখিয়া গেল অমনি সরিয়া ॥ SSBBBBB BB BBBS BBBS BB BB BBBBBBD DDB SBBBBB BBBS জহরির কৰ্ম্মে উপাৰ্জ্জিল ধন রাশি ॥ অতুল ঐশ্বৰ্ষ্য হেতু মনে হলো ভয় । বলে ছলে পাছে রাজা সব হরে লয় ॥ অতএব কেরো ধাম পরিত্যাগ করি । করিলেন বাস আসি বশরা নগরী ॥ বিবাহ করিল এক সাধুর কুমারী । একমাত্র পুত্ৰ অামি জানিবে তাহারি ॥ পিতৃমাতৃ পরলোকে হয়ে ধনপতি । প্রতুল অবস্থা তাহে দেখিলাম অতি ॥ প্রথম যৌবন কাল অমর তখন । বহুব্যয়ে অতিশয় রত হলো মন ॥ মনের অানন্দে সদা করি অপব্যয় । বৎসর তিনেকে হলো সব ধন ক্ষয় ॥ বিলম্বে তখন মনে পাইয়ণ চেতন । সন্তাপ হইল, ধনে না করি যতন । , বিষম ৰিপদ দেখি ভাবিলাম সার । চলিলাম নিকটেতে করিবারে বাসা ॥ শ্রম সম্বরণ জন্য করিনু শয়ন । কিন্তু একবার নাহি মুদিল নয়ন ॥ সুন্দরীরে মনে ধ্যান করি নিরন্তর ॥ বারেক তাহার ক্ৰপ না হয় আস্তর ॥ মনেভাবি ছিল ভাল না হেরিলে মুখ । দেখিয়া হইল প্রেম না জন্মিল মুখ ॥ কিম্বা যদি সুন্দরী না দেখিত অমরে । পুরিত মনের সধি হেরিয়া তীহারে ॥ প্রত্যষে পাইব দেখ ভাবি মনে মনে । দ্রুত গতি চাহিলাম গবাক্ষের পানে ॥ আশার আশ্বাসেআমি দেখিঅtশাপথ অাপ" সার হলো না পুরিল মনোরথ ॥ নৈরাশ হইয়। তবু নাহি ছাড়ি অtশ। পরদিন চলিলাম করিয়া প্রত tণ ॥ । সেদিন সুন্দরী মোরে দেখিয়া তথtয় । এমত দুঃখেতে হেথ বাস করা ভtৱ ॥ কত ভয় দেখাইল নিরাপ কথtয় । 학