পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo- পারস্য ইতিহাস । সায় দেয় রাজপুত্র অতি চমৎকার । - সদণ রক্ষণ করে পুরী দুরন্ত খোজায় । মন রাখা কথা মাত্র অস্তরেতে আর ॥ রাজা টের পেলে মাথা যায় অচিরায় ॥ বাজি ভেলিক নাচ কত হয় তার পর । তথাপি যখন আমি আসিয়াছি হেথা । হইল বিস্তর কাব্য কহিতে বিস্তর ॥ বুঝিবে কেমন কৰ্ম্ম কত মোর ব্যথা ॥ অৰ্দ্ধেক রজনী গত দেখিতে শুনিতে । শুন২ তোমার হি তাশী এই দাসী । চলিল তখন রাজা শয়ন করিতে ॥ রক্ষকে তুষিয়া ধনে এখানেতে আসি ৷ খোজাগণ নিয়া যায় রাজার নন্দনে । এতেক ৩নিয়া বাণী রাজার নন্দন । , জ্বালিয়া সুগন্ধ বাতি স্বর্ণ সামাদানে ॥ পালঙ্কে লইয়া তারে বসায় তখন ॥ ভাবিতে ভাবিতে মনে যায় যুবরাজ । বিনয়ে কহিছে রামা শুন মহাশয় । , নিশ্চিস্তায় নিদ্রা যাব স্বচ্ছন্দেতে আঙ্গ। আগে কিছু অামার শুনহ পরিচয় ॥ হেন কালে দেখে নিজ মন্দিরে আসিয়া । কৈকাবাদ নামে রাজা চীনাধীন দেশে । নবীন তৰুণী এক পালঙ্কে বসিয়া ॥ তাহার তনয়৷ আমি শুন সবিশেষে ॥ * লাল পেসোয়াজ জামা আচ্ছাদন অঙ্গে। বিবাদ করিল রাজা কয়েক বৎসর । লৎ পৎ ফুল কাটা তায় নানা রঙ্গে ৷ নাহি দিয়া চীনেশ্বরে নিয়মিত কর। শ্বেত সাটিনের জামা ভিতরেতে পরা । ক্রুদ্ধ হয়ে চীনপতি যুদ্ধ আরম্ভিল । স্তবকে২ মতি হীরা কায করা ॥ মহারথী সেনাপতি রণে পাঠাইল ॥ গোলাবি চেলির টুপি শোভিত মাথায় । জনক দুৰ্ব্বল তবু সংগ্রাম করিল। রেখায় মতির ভাতি খচিত হীরায় ॥ পরাজিত হয়ে শেষে সমরে মরিল ॥ তায় শোভে নানা জাতি সুগন্ধ কুমুম । মৃত্যুকালে আজ্ঞা দিল সংঙ্গী সেনাগণে । বুলিছে কুঞ্চিত কেশ অতি মনোরম ৷ জলে ভাসাইয় দিবে পুত্র পরিজনে। কি দিব ৰূপের তুলা মদনের ফঁাদ । পুত্র কন্যা রাণী তবে দুঃখ না পাইবে । ঘরেতে উদয় যেন পুর্ণিমার চাদ ॥ শক্রর দাসিত্ব হতে উদ্ধার হইবে ॥ সঙ্কুচিত যুবরায় হেরিয়া কামিনী। এই মুজ্জিা দিয়া রাজা ত্যজিল জীবন। ঘরে বসি একাকিনী আর্জেক যামিনী ॥ সেনাগণ রাজ আজ্ঞা করিল পালন ॥ পাইয়। কামিনী হেন কেবা নাহি মজে ৷ মতা ভগ্নী আর দুই সহোদর সঙ্গে । সেই যেই রাজপুত্র এক জনে ভজে। অামাকে ফেলিয়া দিল নদীর তরঙ্গে ॥ তুরন্দত্ত ধ্যান সদা তুরন্দত্ত জ্ঞান । জলেতে ভাসিয়া যাই প্রায় মৃত্যুগতি । সে বিনা অম্যে কি আর চায় তার প্রাণ ॥ হেন কালে দেখিল শক্রর সেনাপতি ॥ কালফ আইল ঘরে, দেখিয়া যুৱতী । সঙ্গীগণে আশ্বাস করিল দয়াভাবে । সন্তু মে উঠিয়া তারে করিল প্রপতি ॥ তুলিয়া আনিবে যেবা বহু ধন পাবে। নারী কহে রাজপুত্র শুন মোর বাণী । অর্থ লোতে সেনাগণ চড়িয়া তুরঙ্গে । দেখিয়া আশ্চৰ্য্য হবে তাহা অামি জানি৷ ভাসিল সাহস করি নদীর তরঙ্গে ॥ অনুমানি জান স্বৰ কিবা দিব লেখা । বহু কষ্টে তিন জনে আনিল তুলিয় । রমণী পুরুষে ৰেখা মুকঠিন দেখা ৷ অামি মাত্র তার মধ্যে ছিলাম বাচিয়া ॥