পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DDDlTuYCDDDYu কন্দ্র-স্ব--=স্ব ா পারস্য ইতিহাস । ১৩ও । সহেন যৌবন জ্বালা দালিত্বের ভার। সজল নয়নে ধনী উঠি তাড়া তাড়ি । তাই ভাৰি তাহাতে কিৰূপে হই পার। চলিল সখীর কাছে সিংহাসন ছাড়ি ৷ ষাইয়া ছিলাম তাই মামস করিয়া । মৃত শব কোলে করি ভাসে অঞ্জ জলে । লয়ে যাব কুমারে তোমারে ফাকি দিয়া। একি কৈলি অারে অালি কান্দি২ বলে। করিয়াছিলাম তার সব অায়োজন । কে জানে এমন তোর হবে সৰ্ব্বনাশ । দেশান্তরে একান্তরে যাব দুই জন ॥ সাধন না সিদ্ধ হলো সাধিলাম বৃথা । বিফল হইল অাশা ন শুনিল কথা । কহিলাম তব কুচ্ছ কত তার কাছে । কোন ক্রমে মন ভাঙ্গ্যে যদি যায় পাছে ৷ দেখাইয়া মৃত্যু ভয় কহিমু বচন। কালি রাজকন্যা হাতে হইবে নিধন ॥ বিফল দুর্নাম করা কি ফল হইল । ছলনা হইল মাত্র ফল না দশিল ॥ অভিমানে যাই ফিরে তাই হলো ক্ৰোধ। তুমি যে পাইবে তারে তাহে হিংসাবোধ৷ কিৰূপে তোমায় ছলি কিসে তীরে পাই। এত ভাবি তার নাম তোমারে জানাই ৷ শুনিয়া ছিলাম নাম খেদের সময় । মনোদুঃখে সেই নাম কহেছি তোমায়। পুরুষ দ্বেষিণী তুমি পুরুষে না চাহ । নাম পেয়ে কভু নাহি করিবে বিবাহ ॥ তজিবে তাহারে তুমিশেষে আমি পাব। হায় ২ কে জানে হইবে ভিন্ন ভাব ॥ ফাকিতে পাইয়৷ নাম না ছাড়িলে তাকে। ফাকিদিতে অামি শেষে পড়িলামফাকে। এছার জীবন আর রাখিয়া কি মুখ । মৃত্যু মোরে স্থান দিয়া,পরিহর দুঃখ । এত বলি বারি করি বস্ত্র,ঢাকা অসি। নিজহস্তে বক্ষাঘাত করিল ৰূপসী ॥ হাহাকার সভামধ্যে পড়িল তখন । মহারাজ সশঙ্কিত শুখায় বদন ॥ কালফের মুখভঙ্গ, হইল সশঙ্ক । কুমারী ফুকারি কন্দে পাইয়া আতঙ্ক । কেমনে জানিব বল তোর অভিলাষ ॥ অাগুণ লাগিবে। যদি আমার বিয়ায় । ছলে কলে কেন নাহি কহিলি অামায় ॥ তোর সমা প্রিয়তমা কেব। অার অাছে। কি ছিল অদেয় যদি তোর প্রাণ বঁাচে ॥ শুনি সখী মৃত স্বরে কহিতে লাগিল । । জীবন যৌবন জ্বালা সকলি ঘুচিল ॥ আমার মরণে শোক নাছি রাজবালা । মরণ মঙ্গল মোর গেল সৰ জ্বালা ॥ দাসী হয়ে চির দিন এজীবন জ্বরা । তায় মদনের বাণে জিয়স্তেতে মরা ॥ এদুই অরির কুর একেবারে এড়ি । দাসিত্ব শৃঙ্খল আর মদনের বেড়ি ॥ অতএব সুন্দরী নাহিক মনস্তাপ । মানব দেহেতে কোন নাহি পুণ্য পাপ । মিশিবে মাটির কায়া মাটিতে এখন । , বলিতে ২ রামা ত্যজিল জীবন ॥ श्रृङ्क দেখি সভ্যগণ হার ২ করে । ঝর ২ কুমারীর দুই আঁখি ঝরে ॥ . মনোদুঃখে রাজপুত্ৰ ভাবিয়া আকুল । বলে হইলাম তার মরণের মুল ৷ কান্দিয়া কহেন রায় চক্ষে বহে বারি । এই কি অদৃষ্ট শেষে আছিল তোমারি ॥ জল হতে বাচিয়া দশিলি কোন ফল । মরিলে যন্ত্রণ যেতে হইত কুশল ॥ । আহি মরি পরিজনে মরিল যখন । সমুদ্রে ডুবিয়া যদি মরিতে তখন ॥ নয় পাপ দ্বীপ ভোগ সব এড়াইতে । পুনৰ্ব্বার রাজার ঘরেতে জন্ম নিতে ॥