পাতা:পারস্য ইতিহাস.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- , , , # پله هانیه، 3. عاعستنقت “মরণ কুবুদ্ধি কেন দেখি এ প্রকার ॥ বিদেশী হইবে নাহি জান দেশাচার ॥ জাননা এস্থানে থাকা রাজশর বারণ । পলাও আসিলে খোজা হইবে মরণ" ন হইল কিছু ভয় শুনি ভয় রব । প্রণাম করিয়া তারে কহিলাম সব ॥ শুন প্রিয়ে অল্পকাল আসিয়াছি অামি । সত্যআমি দেশাচার কিছুনাহি জানি ॥ কিন্তু বরাননা তব পিরিতের জলে। একেবারে পড়িয়াছি ভয় নাই কালে ৷ রমণী কহিল মান শুনিলেন যেই । থাক তবে খোজাগণে দেখাইয়ণ দেই । একথা বলিয়া নারী করিল গমন । হেরিয়া তাহার ভাব সশঙ্কিত মন ॥ কিন্তু প্রেমরসে মগ্ন নাহি চলে দেহ । দিনমণি অস্তগেল না আইল কেহ ॥ সেইদিন বাসস্থানে আসিয়া যামিনী । যন্ত্রণায় পোহাইনু ভাবিয়া কামিনী ॥ প্রেমানল জ্বলিয়া হইল মহাজ্বর । শোণিত হইল উষ্ণ কল্পকলেবর ॥ প্রলাপ কলাপ মনে দেখিলান কত । তথাপি ন হইলাম সে কৰ্ম্মে বিরত ॥ প্রত্যুষে উঠিয়া পুনঃ নদীতীরে যাই । রছিলাম দাড়াইয়া যদি দেখা পাই ॥ কামিনী তখনি পুনঃ দিয়া দরশন। কহিতে লাগিল কত কঠিন বচন ॥ “নিষেধ না শুন তুমি অতি দ্বরাচার। ’ -ভয়নাই এ কেমন সাহস তোমার ॥ এখনি আসিয়া খোজ সংহার করিবে । রক্ষাচাও শীঘ্ৰ যাও নতুবা মরিবে” । ভৎসনায় ভয় নাই দেখিয়া যুবতী । কছিল, তোমার কেন এমন কুমতি ॥ পলাও নির্লজ্জ হের্থ হইতে ত্বরায় । এখনি ভাঙ্গিয়া বজ পড়িবে মাথায়” । পারসঙ্গ ইতিহাস । 'অমিতারে কহিলাম “শুন চন্দ্রাননে। ভয় বাক্যে পলাইব, না করিবে মনে ॥ যেজন তোমার কামকুপ ৰূপ স্মরে । ভয় পেয়ে সে জন কি মৃত্যুশঙ্কা করে। মরিব তোমার আগে তাহে যাবে দুঃখ । তোমাবিনা জীবনে কি আছে আর মুখ"। এতেক শুনিয়া ধনী কহিল আবার । “একান্ত যাবেন যদি প্রতিজ্ঞ তোমার ॥ ভাল তবে থাক গিয়া দিবসে কোথায় । রজনী হইলে পুনঃ আসিবে হেথায়” । ইহা বলি বীরাঙ্গনা করিল গমন । প্রেমানন্দে পুলকিত হলোমের মন ॥ স্থখঅtশা করি, দুরে যায় সব দুঃখ । ভাবিলাম এ কৰ্ম্মেতে অাছে কতমুখ ॥ গমন করিয়া গৃহে করি দিব্য সাজ । গোলাপ অতির মাখা হয় সার কাজ ॥ দিব৷ অস্তে আগত যখন বিভবেরী ॥ অন্ধকারে চলিলাম প্রেম সঙ্গে করি ॥ গবাক্ষে ঝুলিছে রজ্জ, দেখিলান গিয়া। উঠিলাম ছাতে সেই রজ্জ কে বাহিয়৷ দুইঘর ছাড়াইয়া তৃতীয়েতে আসি । কিবা সুসজ্জিত ঘর দেখিশোভা রাশি ৷ কিন্তু কোন কিছু অার মনে না লাগিল । কেবল রমণী প্রতি চিত্ত প্রবেশিল । কিবা অপৰূপ ৰূপ আtহা মরি মরি। বিমোহিত হলো মন হেরে সে মাধুরী ॥ গুণ দেখাইতে বিধি বুঝি নরগণে । নিৰ্ম্মিয় ছিলেন তারে নির্জনে যতনে। সিংহাসনে বসাইয়া বসি মোর পাণে। পরিচয় জিজ্ঞাসিল সুমধুর ভাষে। বিস্তারিয়া বলিলাম সকল কাহিনী দুঃখ শুনি দুঃখযুত হইল মোহিনী। वक्लिव्लांश् ७न विेन ज्ञffतः फ़ौम शैन । কিন্তু তৰ কৃপাদৃষ্ট্রে ঘুচিল দুর্দিন।