〉 8ヶ সন্নিকটে উপবন দেখি মনোরম। ফুটিয়াছে নানা জাতি সুগন্ধি কুসুম ॥ অপূৰ্ব্ব পল্লল তার শোভে মধ্য স্থলে । ষাণ বান্ধা চারি দিক পরিপূর্ণ জলে ॥ এপুর কেমন প্রভু সুধায় চাপর। পরিপাটী বাটী বটে দিলাম উত্তর ॥ খোজ বলে কালি অামি করিয়াছি ভাড়া। চাকর অানিতে এক কৰ্ম্ম অাছে বাড়। ॥ আপনি করুন স্বান স্নানাগারে গিয়া । আমি আসিতেছি শীঘ্ৰ কিঙ্কর লইয়ণ ॥ স্বনাগারে লয়ে মোরে কাপড় ছাড়ায় । আমি ভাবি এত কেন অাদর বাড়ায় ॥ সত্য কহ চাপর অামার কিরা তোরে । কিহেতুআনিলেহেথা কি কহিবে মোরো খোজা বলে শান্ত হন ব্যস্ত কি কারণ সময়ে শুনিবে সব হৃষ্ট হবে মন ॥ সংক্ষেপ তোমায় বলি কপাল ফিরেছে অাদর করিতে কেহ আদেশ করেছে ৷ এত বলি এক। রাখি চলিল চাপর । } মনেতে উদয় হয় ভাবনা বিস্তর। অশনিল হেথায় খোজা কাহার আদেশে। । বুদ্ধিতে না পাই খুজে কি হইবে শেষে। অনেক বিলম্বে খোজা অাইল ফিরিয়া । সঙ্গে করি চারি জন কিঙ্কর লইয়ণ ॥ খাদ্য আনে দুই জনে বস্ত্র দুই জন । গৃহে রাখি দ্রব্য সব সেবে দাস গণ ৷ কেহ অঙ্গ মুছায় ঘুচায় ছিন্নবাস । জামা জোড়। অানিয়া পরায় কোন দাস৷ পরম যতনে সেবা করিতে লাগিল । ভাব না বুঝিয় মনে ভাবনা হইল । খোজা বলে মহাশয় দেখি যে চিন্তিত । কি করি এখন তার নাহিক বিহিত ॥ প্রকাশিতে গুপ্ত কথা করেছে বারণ । ব্যক্ত করা যুক্ত নহে অধৰ্ম্ম কারণ ॥ পারস্য ইতিহাস । বলিলে যে স্থখোদয় তাও না হইবে । অাগুণ দ্বিগুণ হয়ে অন্তর দহিবে ॥ না শুনি চঞ্চলে হেন শুনিয়া কি হবে। রজনী হউক প্রভু সকল শুনিবে ॥ ভুলাইয়া রাখে খোজা কথায় কথায় । প্রবোধ না মানে মনে যতেক বুঝায় ॥ রবি গেল অস্তাচল যামিনী অাইল । গৃহে সবদীপ দিয়া উজ্জল করিল। থাকিয়া থাকিয়াখোজা বুঝায় বসিয়া , ক্ষণমাত্র থাক আর আইল বলিয়া ॥ হেন কালে দুয়ারে হটাৎ করাঘাত । খোজ গিয়া দ্বার খুলি দিল তৎক্ষণাৎ ॥ মুখাৰ্বত বসনে আইল এক নারী। ঘোমটা তুলিতে দেখি সেই কেলিকারী। মনে জানি সিরাজেতে অাছে সে তখন । কি আশ্চর্য্য হেরে হই ন হয় বর্ণন ॥ শুনহে হোসন শুন কেলিকারী কয় । চমকিত হবে হেরি চমৎকার নয় ॥ দেখিয়া অামায় যদি এতই আশ্চৰ্য্য । ন জানি শুনিলে সব কি হবে অধৈর্য্য। শুনিয়া অন্তরে যায় চতুর চাপর। বসিল তখন সখী পালঙ্ক উপর । কেলি বলে সেই রাত্রে সাক্ষাং হইল। কুমারী তোমারে কত আশ্বাস করিল। বিদায় হইলে তুমি পেয়ে প্রেম আশা। করিলাম পরদিন কন্যাকে জিজ্ঞাসা ॥ ঘটিল হোসন সনে পিরীতি তোমার। স্থির কি করিলে প্রেম পূর্ণ করিবার ॥ উত্তর করিল, সখি কি করিব আর । যা হয় হইবে বাঞ্ছা পুরাইব তার ॥ গোপনে.দুজনে মোরা পুরাইব আশ । যায় সখী যাবে প্রাণ হয় হবে ফাস ॥ এখন হেসিন শুন কহি লারোদ্ধার । যত্ন করেছিমু মন ফিরাইতে তার ॥
পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।