পাতা:পারস্য ইতিহাস.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X of e চল চল মহারাজ কন্যার অাগারে । বলিল কি কথা আছে কহিবে তোমারে ॥ শুনিয়া তখনি রাজা অন্দরে চলিল । বঞ্জ কোটি শিরে যেন ভাঙ্গিয়া পড়িল । নন্দিনীর কপান্তর দেখে নরপতি। তfাখি জল ছল ছল বিষাদিত অতি ॥ নিকটে জনকে হেরি রাজকন্যা কয় । বড় ভাল বাস মোরে পিতা মহাশয় ॥ কৃতান্ত নিতান্ত মোরে করিবে সংহার। কহিৰ তোমায় কিছু বাসনা অামার ॥ এই বাঞ্ছা করি পিতা লোকান্তর পরে । কেলিকারী প্রিয়সখী শব ধৌত করে । অঙ্গে সুগন্ধিয় দ্রব্য মাখায় আপনি । জাগয়ণ করে গোরে প্রথম রজনী ॥ তাহা বিনা অার কেহ সঙ্গে নাহি থাকে। পিরে ভজি পাপ গ্রহে মুক্ত করি রাখে ॥ রাজা বলে অঙ্গীকার তাহাতে আমার । প্রিয়সখী মৃত্যু সেবা করিবে তোমার । কন্যা কহে অার এক আছে নিবেদন । কেলির দাসিত্ব তুমি করিবে মেচন । বিদায় করিবে ধন দিয়া পুরস্কার । দাসিত্ব করিতে যেন নাহি হয় অfর ॥ কান্দিয়া কহেন নৃপ প্রাণের নন্দিনী । একোন বিচিত্র মুক্তি পাইবে বন্দিনী ॥ তুমি প্রাণ নিধি যদি চলিলে ছাড়িয়। কি কায অামার অার সখীকে রাখিয়া৷ | যথোচিত ধন তারে করিব অপৰ্ণ । যথা বাঞ্ছা হয় সখী করিবে গমন ॥ কথায় কথায় কাল ঘনিয়া আইল । মরিল নরেন্দ্র স্থত প্রত্যক্ষ হইল । চক্ষু জলে ভাসি রাজা চলিলা সভায় । শব ধোয়াইতে অাজা করিয়া অামায় ॥ গোরস্থানে ধুম ধামে লইয়া চলিল। সেবা হেতু সেই রাত্রে জামার রাখিল। পারস্য ইতিহাস । একাকিনী থাকিলাম কেহ না রহিল । ফিরে গেল সঙ্গী সাতিষত গিয়াছিল ৷ নুিশতে সিন্দুক হতে কন্যাকে তুলিয়া । নিমিষে দিলাম সেই পল্লব খুলিয়া। বস্ত্রে ঢাকা ছিল বেশ দিলাম পরিতে । চলিলাম দুই জনে কবর হইতে ॥ পথেতে চাকর ছিল সাক্ষাং হইল । কুমারীকে নিয়া গুপ্ত গৃহেতে খুইল । গোরস্তানে ফিরে আমি যাই পুনৰ্ব্বার । বস্ত্রেতে নিৰ্ম্মাণ এক করি শবাকার ॥ জেলেকার কাপড়েতে দেই ঢাকা ঘোড়া । কে দেখে বলিতে পারে শব নহে মোড়া ৷ প্রভাতে যতেক সখী আইল তথায় । শোকাকুলা অতিশয় দেখিল অনমায় ॥ ংবাদ শুনিয়ণ মনে ভাবেন রাজন । কেলি সখী বড় দুঃখী কন্যার কারণ ॥ তুষ্ট হয়ে অনুমতি দিল নৃপবর। ভাণ্ডারি দিলেক দশ সহস্ৰ মোহর ॥ দাসিত্ব ঘুচায়ে রাজা করিল বিদায় । চাপরে সঙ্গেতে দিল আমার কথায় ॥ বিদায় হইয়। ষাই কুমারীর স্থানে । তোমারে পাঠাই পত্র অা সতে সেখানে৷ দেখা না পাইয়া খোজা আইল ফিরিয়া । কহিল পীড়িত হয়ে আছহ পড়িয়া ॥ এই ৰূপ সেই দিন ফিরে এলো ঘরে । পাঠাইনু পুনৰ্ব্বার তিন দিন পরে। সে দিন শুনিল তুমি নাহিক সেখানে । কি হইল কোথা গেল কেহ নাহি জানে ॥ এতেক শুনিয়া অামি সখীকে স্থধাই ৷ একথা অামাকে কেন অাগে বল নাই ॥ হায় হায় আভাষেতে যদি জানাইতে । দেখ দেখি সখী কত দুঃখ এড়াইতে ॥ সখী বলে সত্য বটে না হইত দুঃখ । একত্র প্রেমিক দোহে পেতে কত সুখ ॥