পাতা:পারস্য ইতিহাস.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- পারস্য ইতিহাস । ' ه ه د 韌 তদন্তর বিক্রয় করিয়া ভদ্রাসন। মেীজলেতে যাই কাল করিতে যাপন ॥ তথায় আছিল এক কুটস্ব আত্মীয় । ধনবান সদাগর রাজ মন্ত্রী প্রিয় ॥ অাম "রে সে সমাদরে রাখিল অালয় । সময়ে মন্ত্রীর সঙ্গে হইল প্রণয় ॥ কৰ্ম্ম দক্ষ দেখি মন্ত্রী সাপক্ষ হইল । রাজার সভার কৰ্ম্মে মিযুক্ত করিল। যে কাযে যখন মন্ত্রী দেন কোন ভার। অবাধায় সমাধা তখনি করি তার } মন্ত্রীর অনেক শ্রম হইল লাঘব । আমার মন্ত্রণ লয় করিয়া গৌরব ॥ কালেতে তাহার কাল আসি উপস্থিত। সে পদে ভূপতি মেরে করে নিয়োজিত। দুই বর্ষ সেই কৰ্ম্ম করি সমাধান । রাজা প্রজা পরিতুষ্ট কেহ নহে আন। দেখিয়া আমার কৰ্ম্ম তুষ্ট হয়ে রায় । অভিল মুলক খ্যাতি দিলেন আমায়। সে সম্পদে শক্র মাত্র কেবল বাড়িল । সভীস্থ সকলে দ্বেষ করিতে লাগিল ॥ জ্বলিল সবার হৃদে হিংসা হুতাশন । অমর এপদে কারো নহে डूटे মন ৷ বিবিধ সাধনা করে যাহে মন্দ হয় । রাজা না বিশ্বাস করে যত তারা কয় ॥ রাজপুত্ৰ দিয়া কুচ্ছ করাইল শেষ । পুত্র বাক্য এড়াইতে নারিল নরেশ ॥ সে অবধি ছাড়িয়া তাহীর অধিকার । আসিয়া রয়েছি প্রভু আশ্রয়ে তোমার৷ ; বিশেষ কাহিনী এই শুনহে রাজন । জেলেকণর জন্য সদা বিষাদিত মন ॥ তাহার বিচ্ছেদানল সদত প্রবল । তিল আদি কোন ৰূপে না হয় শীতল ৷ জানিতাম যদ্যপি মরেছে নৃপবালা । তৰে বুঝি পূৰ্ব্বমত যেতে শোক জ্বালা। | ! | | | | | | | t মরিয়াছে কিম্বা আঁছে নিৰূপণ নাই। মনের আগুণ মোর সদা জ্বলে তাই ॥ দিবানিশি সে ৰূপসী জাগিতেছে মনে । অামার বিরস ভাব তাহার কারণে ॥ বদর উদ্দিন লোলে রাজার ইতিহাসের অনুবৃত্তি । ইতিহাস এইরূপ, শ্রবণ করিয়া ভূপ, কহিলেন শুন মন্ত্রীবর। থাক সদা বিষাদিত, তাহে নাহি চমকিত, শুনি তব দুঃখের আকর। কিন্তু তাহা বলি যেন, মনে নাহি কর হেন, সবে হারাইল রাজবালা । এ কেবল ভ্রান্তি তব, যদি কর অনুভব, সকল লোকের অাছে জ্বালা ॥• কতলোক সুখী আছে,কিবাকব তব কাছে, fসফল মলুকে দৃষ্টি কর । সৰ্ব্বঅংশে তার মুখ,কিছু নাহিদেখি দুঃখ নহে তার তাপিত অন্তর ॥ হাসিয়া উজীর কয়, একপ অনেকে হয়, ভিতর বাহির কি সমান । কিঅাছেকাহারমনে,কেপারে বুঝিতেক্ষণে অামার না হয় সত্য জ্ঞান ৷ রাজাকহে সে উত্তম,ঘুচাব তোমার ভ্রম, ডাকত হে সিফল মলুকে । রাজার আদেশ পায়,জমাদার বেগে ধায়, আনে তারে সবার সম্মুখে ॥ প্রিয়বরে দেখি ভূপ,জিজ্ঞাসিল এই ৰূপ, কহ কহ রাজার তনয় । তোমায় যে ৰূপ দেখি,জ্ঞান হয় তুমি স্থখী সত্য মিথ্যা কহিবে নিশ্চয় ॥ শুনিয়া নৃপের বাণী, কুমার অদ্ভুত মানি, কহে ভূপে শুন নরপতি