পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} $8. বরঞ্চ আপন করে আপনি মরিব । তোমার শোনিত প্রভু কভু না দেখিব ॥ মোর পরামর্শ লও রাজার কুমার। দেখ দ্বার অবারিত রাত্রি অন্ধকার ॥ কেহ না দেখিবে শীঘ্র কর পলায়ন । রাতারাতি দেশ ছ'ড়ি বাচাও জীবন ॥ শুনিয়া দূতের কথা কম্প কলেবর । ধন্যবাদ করিলাম তাহারে বিস্তর ॥ বিলম্ব না করি তবে ত্যজি সেই স্থান । ঈশ্বর স্মরণ করি করিনু প্রস্থান ॥ সমীরণ বেগে ধাই ছাড়ি শত্রু দেশ । তোমার রাজ্যেতে প্রভু করি সমাবেশ। স্থান দান দিয়া তুমি র খিয়াছ প্রাণ । তোমার আশ্রয়ে অামি পাইয়াছি ত্রাণ বদর উদ্দিন লোলে৷ ভূপতির ইতিহাসসের অনুবৃত্তি। রাজপুত্ৰ কহে পুন, শুন নৃপ শুন শুন, আর আমি কি কব তোমাকে । বলিলাম বিস্তারিয়া,দেখতাহে বিচারিয়া যদি মোর স্থখ কিছু থাকে ॥ সেইসে রাজারকন্যা, ব্যাকুলতাহারজন্য। প্রেমপাশে বদ্ধম্যের প্রাণ । কতই প্ৰবোধি মনে,মন না প্রবেtধমানে দিবানিশ। সেইধ্যান জ্ঞান ॥ ডেমস্কস অধিপতি, শুনিয়া আশ্চর্য্য অতি বলে হেন না শুনি কখন । চিত্রে প্রেম চিরতর, একিভ্ৰম নিরন্তর, দেখি দেখি চিত্র সে কেমন ॥ শুনিয়া রাজার বাণী,রাজপুত্ৰ চিত্র থানি তখনি তাহার হস্তে দিল । viांब्रजf ईउिहांज ? কিবা অপৰূপ ৰূপ, হেরিয়ণ হরিষ ভূপ প্রশংসিয়া কহিতে লাগিল । কাবল রাজার স্থতা, অনুপম ৰূপ যুত, সত্য প্রেম করে সলোমন । কিন্তুভুমিকিশেভজে,শবপ্রেমেকেনমজো অসম্ভব কথা একেমন ॥ উজীর হসিয়। কয়, আশ্চৰ্য্য কিছুই নয়, এইৰূপ জানি বে সকলে । শুনিলে কাহিনী এবে, এখন দেখুন ভেবে মুখী কেহ নাহি ভূমণ্ডলে ॥ রাজা বলে যাহা বল,ভ্ৰান্তি তব সে কেবল নরজাতি স্বষ্টির প্রধান। স্থখতাহে নাহি কার, একি কহ চম”কার দেখ শীঘ্ৰ করিব প্রমাণ ॥ • এতবলি নরপতি, কহে প্রিয় পাত্র প্রতি যাও তুমি নগর ভিতর। দোকানি পসারি যত, য’রে দেখ সুখেরত তারে হেথা আনহ সত্বর ॥ রাজার আদেশ পায়, সিফল মলুক ধায় ভ্ৰমে দেশ ফিরি দ্বার দ্বার । বিলম্বেসভায় আসে,ভূপাল দেখিয়াভাষে যুবরাজ কহ সমাচার ॥ পাত্র কহে মহাশয়, ভ্ৰমিয়া নগর ময়, সুখীনর করিয়া সন্ধান । যত ব্যবসাই লোক,তাদের নদেখিশোক হৃষ্ট চিত্ত সদা করে গান ৷ তারমধ্যে শুন রায়, যুবা এক তন্ত্রবায়, দেখিলাম মালক নামেতে । প্রতিবাসিগণ সঙ্গে, কথক হে কত রঙ্গে, হাস্যছাড়া নাহিক মুখেতে ৷ জিজ্ঞাসিত হারেগিয়াকহদেখিপ্রক:শিয়া তুমি কি যথার্থ নও সুখী । তন্ত্রবtয় বলে শুম, এমোর স্বভ ব শুণ, কখন না থাকি আমি দুঃী ॥