পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 8 যা মাৰ্দ্ধ থাকিতে নিশা হইল শ্রবণ। সকাতরে যেন কেহ করিছে রোদন ॥ পারস্য ইতিহাস । "ওহে যুবা দেখি তুমি অতি দয়াবান । যতন করিয়া মোর দেও প্রাণ দান ॥ বোধ হৈল নারী এক করিছে চাংকার। শোণিতের ধারা তুমি কর নিবারিত । দুষ্টলোকে যেন তারে করয়ে প্রহার ॥ জানিতে তদন্ত তার হয়ে উচাটন। ক্ৰন্দন উদ্দেশে শেষে করিনু গমন ॥ কিঞ্চিং দৃরেতে গিয়া দেখি এক নর। কোদাল লইয়। মাঠে খুড়িছে কবর। কাৰ্বি জানিবারে তার নিকটে যাইয়া । সব কৰ্ম্ম দেখিলাম বনে লুকাইয়া । গহ্বর খনন করি উঠিয়া ত্বরায় । অনিয়। কি দ্রব্য পরে রাখিল তাহায় ॥ ক্রমেতে অরুণোদয় বিভবেরী শেষ । গহরর নিকট যাই জানিতে বিশেষ ॥ যত্নে সেই স্থান পরে করিয়া খনন ৷ দেখিলান রক্তাবৃত অপূৰ্ব্ব বসন ৷ সেই বস্ত্রে ঢাকা এক নারী দেখি প{ছে মৃত প্রায় বোপ হয় শ্বাসমত্রে আছে ৷ বোব হৈল হেরি তার মনোহর দেহ । ভাগ্যবর্তী হবে কন্যা নাহিক সন্দেহ ॥ বিস্ময় ভাবিয়া অামি কহিলাম সেথা । এরূপ নিষ্ঠ,র কৰ্ম্ম কে করিল হেথা । দুরাক্কা পাযও ক্রর নির্দয় হৃদয় । ঈশ্বর ইহর ফল দিবেন নিশ্চয় ॥ মনেছিল হতজ্ঞান হইয়াছে তার । কিন্তু সে উত্তর দিল কথাতে আমার ॥ “শুন হে যবন যুবা তুমি দয়াময় । " মোর ভাগ্যে অসিয়াছ উত্তম সময়"। দেখ মোর ফাটিতেছে তষ্ণায় হৃদয় । বারিদানে প্রাণ রাখ হইয়া সদয় ॥ রমণীর বাণী শুনি হইয়া কাতর। নিৰ্ম্মল সলিল আনি দিলাম সত্বর ॥ সেই বারি পান করি পাইয়ণ চেতন । কামিনী নয়ন তুলি কহিল বচন। | | অবশ্য ইহার ফল পাইবে নিশ্চিত ॥ পাগুড়ি চিরিয়া পটী করি সেই খানে । বঁধিলাম রক্তধার অtঘাতের স্থানে ॥ পুনশ্চ কহিল “যদি বাচাইতে চাও । অtমাকে লইয়া শীঘ্ৰ নগরেতে যt ও” ॥ এ কথায় কহিলাম “ শুন মোর বাণী । বিদেশী এদেশে অামি কাহারে না জানি কেমনে তোমায় পাই কিজন্যে অtঘাতি “জিজ্ঞাসিলে কিকব অজ্ঞাত কুলজাতি"॥ ন ভবিও তাহে কিছু কহিল কামিনী । জিজ্ঞাসিলে বলে আমি তোমার ভগিনী ইহ শুনি যুবতীরে স্কন্ধে করি নিয়া । রাখিলাম নগরের ভিতরেতে গিয়া ॥ বাস করি তথা এক শরায়ির ঘরে । অানিয়া দিলাম শয্যা শয়নের তরে ॥ তদন্তর অস্ত্র বৈদ্য অ নি এক জন । ঔষধি সে দিয়া, ঘায়ে করিল বন্ধন ॥ এক মাস মধ্যে ক্ষত হয় উপশম । পূৰ্ব্ব মত তনু তার হইল উত্তম। এক দিন তার পর লইয়া লেখনী । লিপি এক লিখি মেরে কহিল রমণী ॥ “মাহারার নামে এক সদাগর অ (ছে । এই পত্রনিয়া তুমি যাও তার কাছে। মাহীরার ভবন করিয়া অন্বেষণ । রমণীর পত্র তীরে করি সমপণ ॥ লিখন চুম্বন করি রাখিয়া মাথায়। দুই তোড়া স্বর্ণ মুদ্র দিলেক আমায় । সেই মুদ্র আনি ভাড়া করিয়া ভবন । তথ। আসি এই ৰপে থাকি দুই জন ॥ অ (র এক লিপি পরে রমণী লিখিয়া । মহারার স্থানে মোরে দিল পাঠাইয়া ॥