পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

گسسته ১৮২ -- জিজ্ঞাসে বিনয়ে নৃপে করি নমস্কার । কালি কি হইল প্রভু কহ সমাচার। রাজা বলে হইয়াছে সন্দেহ ভঞ্জন । করিয়াছি মহম্মদে স্বচক্ষে দশন ॥ আপনি তঁহীর সঙ্গে কহিয়াছি কথা । জামাতা আমির প্রভু নাহিক অন্যথা ॥ শুনিয়া এৰূপ কথা সভাসদ গণ । পুলকে পূর্ণিত তনু গদ গদ মন ॥ তার মধ্যে এক জন কিছু না মনিল । সকলে মিলিয়া তীরে ভংসিতে লাগিল । তাহীকে বুঝতে রাজা নানা যুক্তি কয়। প্রত্যয় না করে মন্ত্রী মৌনিভাবে রয় ॥ ক্ৰোধ নাহি করে নৃপ নিৰ্ব্বোধ ভাবিয়া । সভাসদ সবে হাসে উম্মাদ বলিয়ণ ॥ তদন্তর নৃপবর নগরে চলিল । যাইতে ষাইতে পথে বারি অারম্ভিল । পবন সঘন বহে ঘোর অন্ধকার । বজের বিষম শব্দে নাহিক নিস্তার। স্থরঙ্গ ত্তরঙ্গ সব মাতিল অমনি : অবিশ্বাসী মন্ত্রী ভূমে পড়িল তখনি ॥ ধরায় পড়িবা মাত্র ভাঙ্গে তার পদ । সবে বলে দেখ দেখ অাছে মহম্মদ ॥ ভ সনা করিয়া ভূপ বলেন তখন। মোরবাক্য বিশ্বাস না কর কি কারণ " প্রত্যক্ষ দেখহ ফল ফলিল তাহায় । দও দিল পদ ভঙ্গ করিয়া তোমায় ॥ গালি মন্দ দিয়া পরে লইয়া চলিল। নগরে আসিয়া নৃপ ঘোষণা করিল। কন্যার বিবাহ হলো মহম্মদ সনে । মহানন্দে মহোৎসব করে প্রজাগণে ॥ সেই দিন গিয়া অামি নগর ভিতর । শুনিলাম এই কথা লোকের গোচর। পীরে না মানিল মন্ত্রী অতি নষ্ট মতি। ভাঙ্গিল চরণ তাই হইল দুৰ্গতি ॥ नाक्रम ইতিহাস । আরো শুনি নৃপমণি তুলিয়াছে রব। পীরের পিরিতে সবে কর মহোৎসব। দেখহ কেমন মূঢ় রাজা প্রজা সবে। পীরের ভালেতে মগ্ন মুখের অর্ণবে ॥ হুলা হুলি কুল কুলি পড়িল নগরে । প্রজাগণ ধন্য ধন্য কহে নৃপবরে ॥ পীরের শ্বশুর হলে কতো পুণ্য ফলে । দীর্ঘজীবি হও রাজা সৰ্ব্বজনে বলে । দেখে শুনে সন্ধ্যাকালে অভ্যাসিয়া কাননে। রজনী হইতে যাই সেরিণী সদনে ॥ মুদুভ"ষে পরিহাসে কহি ততক্ষণ । নৃপতির নষ্ট মন্ত্রী আছে এক জন ॥ ভালমন্দ নাহি জানে মুঢ় অতিশয় । পীরের পীরত্ব প্রতি নাহিক প্রত্যয় ॥ নাস্তিকের দপে মনে উপজিল ক্ৰোধ । জলধরে বলি পরে তুলিতে সে শোধ । মহা শবেদ মেঘমালা গগণ যুড়িল । মুসলের ধীরে ধারা বহিতে লাগিল । পবন প্রচণ্ড তায় বঞ্জের ঘর্ষণ। দিনমানে হয় যেন নিশার লক্ষণ ॥ ভয়েতে মাতঙ্গ সব মাতিয়া উঠিল। আতঙ্গে তুরঙ্গ গণ ছুটিতে লাগিল । হয় হতে নষ্ট মন্ত্রী ভূতলে পড়িল । প্রায়শ্চিত্ত হেতু তার চরণ ভাঙ্গিল। | সীমান্য শাসন এই শুন প্রিয়তমা । জানেনা পামর মম পরীক্রম সীমা ॥ ! অবিশ্বাস যদি আর করে কোন জন । বিনাশ করিব তীরে করিয়াছি পণ । এতবলি মনোস্থখে রজনী বঞ্চিয় । প্রকাশ না হতে ভানু ষাই শূন্য দিয়া ॥ পরদিন নৃপবর হইয়া তংপর । সভাসদ সঙ্গে যান কন্যার গোচর ॥ মিষ্টভাষে কুমরিরে কহেন রাজন। পাপাত্মা অমাত্য মোর অাছে এক জন ॥