পাতা:পারস্য ইতিহাস.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । পড়েছে প্রভুর কোপে কুকৰ্ম্ম করিয়া । পাপ হতে মুক্ত কর পতিরে কহিয়া ॥ সরিণী কহেন পিতা জানি আমি তাই। কহিয়াছে সবিশেষ তোমার জামাই ॥ অবশেষ কহিল সমস্ত বিবরণ। উজীরের যেই ৰূপে ভাঙ্গিল চরণ ॥ রাজা বলে শুন শুন সব মন্ত্রিগণ । সন্দেহ ইহাতে আর অাছে কি এখন ॥ কৰ্ণে শুনে চক্ষে দেখে কেব? নাহি নানে শুনিলে কহেছে যাহা নন্দিনীর স্থানে ॥ ভূপাল ভরতি শুনি डूटे সভাসদ । ভূমিষ্ঠ হইয়া ধরে কুমারীর পদ ॥ রক্ষহ অপোধে, সবে কহে এক স্বরে । ভাল বলি রাজকন্যা অঙ্গীকার করে ॥ হেন ৰূপে কত দিন অতিক্রান্ত হয় । সঙ্গতি যা কিছু ছিল ক্রমে হলো ক্ষয় ॥ ধনবিন মহম্মদ ঠেকিল বিপাকে । দুই তিন দিন প্রভু অন হারে থাকে ॥ অন্ন বিনা প্রাণ যায় না দেখি উপায় । ভাবিয়া চিন্তিয়া কহি রাজার কন্যায় ॥ শুন শুন প্ৰাণেশ্বরী জিজ্ঞাসি হাসিয়া । বিবাহের ব্যবহার রহিলে ভুলিয়া ॥ যৌতুক আমারে কিছু দিলন। রাজন। কৌতুক তাহাতে মোরে করে দেবগণ । কন্যা কহে এই কথা জনকে জানাবো । ভাণ্ডারের যত ধন এখানে আ নোবো ॥ মনের সাধেতে দিব যৌতুক তোমায়। আমি বলি কায নাই কহিয়া রাজয় ॥ কি অাছে অভাব নাহি ধনে প্রয়োজন । কাৰ্য্য সিদ্ধি হেতু কিছু দেও অভরণ ॥ শুনি প্রেমে পুলকিত কুরঙ্গ নয়ন। অঙ্গ অভরণ যত খুলিল তখনি । কি করিব এত ধনে মনেতে ভাবিয়া । দুই খান ভালো রত্ন নিলাম তুলিয়া ॥ ماب د সেই রত্ন বেচিলাম যথায় জহরী। এৰূপে সঙ্গতি হলো চলিল চাতুরি। ম সাবধি যাই আসি প্রত্যহ তথায় । কাসম রাজার দূত আইল সভায় ॥ বাহামান নৃপে দূত কহিতে লাগিল । সম্বন্ধ করিতে রাজা মোরে পাঠাইল ॥ পরম স্বন্দরী কন্যা আছয়ে তোমার । বিবাহ করিতে র্তীরে বাসন রাজার ॥ নুপ কহে তার কথা রাখিতে না পারি। প্রভু মহম্মদে আমি দিয়াছি কুমারী। এই কথা তোমার রাজায় গিয়া কবে । দূতভাবে বুঝি নৃপ জ্ঞান শূন্য হবে । অতঃপর বিদায় হইয়া দেশে যায় । কাসম রাজাকে সব সংবাদ জানায় ॥ ভূপতি ভাবিল বুঝি ক্ষিপ্ত বাহামান । অর বার মনে করে হলো অপমান ॥ এত ভাবি ক্রোধানল জ্বলিল অন্তরে । রণ সাজে চলিলেন গজনা নগরে ॥ যুদ্ধে বিষারদ রায় মহা পরাক্রান্ত । সমরে সাজিল যেন সাক্ষাৎ কৃতান্ত । অসংখ্য সেনায় দেশ হলো আদর্শন । দাপটে উড়িয়া রেণু ঢাকিল গগণ । প্রভাকর মুখ ছবি মলীন হইল । যেন কাদম্বিনী অাসি তাহারে ঘেরিল । যুদ্ধের সস্বাদ দূত কহিল রাজায়। একে বারে বজ্ৰ যেন পড়িল মাথায় ॥ রণ সজ্জা কিছু নাই হলো বড় দায়। সভাস্ত সমস্তে ডাকি জিজ্ঞাসে উপায় ॥ যে যা বুঝে মন্ত্রিগণ কহেন মন্ত্রণ। খঞ্জ মন্ত্রী বলে রায় কিলাগি ভাবনা ॥ জামাতা সহায় যার প্রভুমহম্মদ । তাহার কি আছে ভয় কিসের বিপদ ॥ একাকী কাসম রাজা কি করিতে পারে মিলিলে সকল ভুপ কে যুঝে তোমারে

  • -*