পাতা:পারস্য ইতিহাস.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । •পরষ স্থখেতে নিশা বঞ্চিব দুজনে । সাবধান দেখো কিন্তু আসিবে গোপনে ॥ একথা শুনিয়া বৈদ্যআহিলাদে ভাসিল । বলে ধরি যুবতীর গলেতে চুম্বিল । নিলেধিতে নারে রাম নাচ রে পড়িয় | কাজীর ভবনে গেল তাহারে ছাড়িয়া ॥ নির্জনে কাজীর সঙ্গে ঘরেতে যাইয়া । কহিতে লাগিল তীরে ঘোমটা তুলিয়। শুন ওহে মহাশয় অবলার.কথা । পেয়েছি বিস্তর কালি, মনে আমি ব্যথা | এখন এ মন প্রভু তোমাতে নিশ্চয় । তুমি হবে উপপতি ভ গ্যের বিষয়। একেতো সুন্দর কান্তি তাহে ভাগ্যবান । সামান্য রমণী আমি বাড়বে সম্মান ॥ বিচারক কথা শুনি উমাদের প্রায় । বলেzিয়ে হৃদি মাঝে রাখিব তোমায় ॥ তুমি মোর বল বুদ্ধি মরণ জীবন। সাধুরে ত্যজিয়া থাক আমার ভবন ॥ নারি বলে হেন কৰ্ম্ম উচিত না হয় । ত্যজিলে আখ্যাতি দেশে হইবে নিশ্চয় । লোকেনাজ নিবে প্রেম গোপনের খিব । না হই ে অপযশ দুদিগ পাইব ॥ কাজী বলে ভাল তবে বল কোথা স্থান ; নারী বলে মোর গৃহে হবে সমাধান ॥ পতি মোর বৃদ্ধ অতি দারুণ দুৰ্ব্বল । বিঘ্ন তাহে নাহি, তিনি নহেন চঞ্চল ৷ একাদশ দণ্ড রাত্রে অবশ্য যাইবে । এক মাত্র যাবে করে সঙ্গে নাহি লবে। ব স্কর তোমার কেহ যদি টের পায় । অপযশ দেশে মেরে হইবে তাহtয় ॥ বিধি মতে সাবধান রমণী করল । তাহাতে সন্দেহ কাজী কিছুনা ভাবিল অতঃপর বিনোদিনী হইল বিদায় । চিকিৎসক বিচারক পড়িল অাশায় ॥ ২ e.৩: | এই ৰূপে দুই জনে জালে বদ্ধ করি । রাজ প্রতিনিধি প্রতি চলিল সুন্দরী ॥ প্রতিনিধি প্রতি লোভ দেখ,য়ে প্রকারে । প্রেম ডোরে বদ্ধ করি রাখিল তাহরে ৷ যা বলিল বরাননা সব স্বী চারিল । দ্বি প্রহর রজনীতে যাইতে চাহিল ॥ রমণী কহিল, এ ল যাইবে ভবনে । জানিবেন কেহ প্রেম থাকিবেগোপনে। প্রতি নধি গৃহ ত্যজি পথমঝে আসি। পরে স্তব খ রে ধনী দুখ নীরে ভ সি ॥ যোড় করে মহম্মদে বিনয়েতে বলে । হৰ্ত্ত কৰ্ত্তা তুমি প্ৰভু পৃথিবী মণ্ডলে । গগনে বসিয়া সব দেখিছ নয়নে । রখে প্রভু এই বার তব ভক্ত জনে ॥ কামনা সফল কর ত্যজ না অামারে । তোনা বিন এসঙ্কটে কেরাখিতে পারে। ভজনা করিতে ত র ভাবনা ঘুচিল । ভয় নাই কেহ যেন কণেতে কহিল ॥ ० खं श्ल मूल fमऴं fदःf-अ1 ।। গ্ৰহেতে চলিল রাম , সঙ্গে তে লইয়া ॥ বৃদ্ধ এক দাসী fছল বিশ্বাসী সে বটে । কহিল তাহরে সব ডাকিয়া নিবটে ॥ ঘর দ্বার পরিস্কার করি তার পর । খাদ্য দ্রব্য আনি তথা রাখিল বিস্তর ॥ এই ৰূপ কায কৰ্ম্মে আগত যামিনী । উপপতি অপেক্ষায় রহিল কামিনী ॥ দশ দণ্ড নিশা দেখি ভাবে মনে মন । হেন কালে বৈদ্য আসি দিল দরশন ॥ করাঘাত করা মাত্র দ্বার খুলে দিল । সঙ্গে করি দাসী তীরে ঘরেতে আনিল । রমণীর মুখ হেরি বৈদ্য ভাবে মনে । এমন সুন্দরী নারী নাহি ত্রিভুবনে । স্বর্ণ থলি রাখি তথা দান্‌লেমন্দ কয়। দ্বি সহস্র মুদ্রা ধনী তব যোগ্য নয়।