পাতা:পারস্য ইতিহাস.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । ২ e & ঐকথা শুনিয়া কঞ্জী অ জ্ঞানের প্রায় । বলে কেন দগ্ধকর একে প্রীণ যায় ॥ ভুবন মোহিনী ৰূপে করিলে মোহত । বটাক্ষ সন্ধানে তাহে মন বিচলিত । স্মরের শাসন অার সহেনা এখন । রতি দানে রাখ প্রাণ ধরিহে চরণ ॥ বরাননা কহে কেন উত না এমন । কামনা পুরাবো ত্যজ-ভ বন। এখন ॥ রাখিয়াছি যত্ন করি খাদ্য অনিয়া। খাইব তোমার সঙ্গে এক ে বসিয়া ॥ সে সাধে বিষাদ অলি ঘটলে মদন । উঠ সখা আগে তার করিব দমন। বসন ত্যজিয়া তুমি বসহ শয্যায়। পতির মন্দির হতে আসিগে ত্বরায় ॥ Tি চারক এ কথায় আনন্দে ভাf ,ল । কামিনীরে যেন তার কোলেতে পাইল । তখনি বসন খুলি শয্যায় বসিল। অবিলম্বে কোলাহল শুনিতে পাইল ॥ ব্যাকুলা চপল প্রায় আসিয়া রমণী । বিচারকে কহে কথা কান্দিয়া আমনি ॥ শুন শুন মহাশয় মোর নিবেদন । বিষম বিপদ দেখি হইল এখন। গৃহে আছে শক্ৰ মোর বৃদ্ধ এক দাসী । সাধুর সপক্ষ তাই ভাল নাহি বাসি । কেমনে তোমারে বুড়ি দেখিতে পাইল । পতির নিকট গিয়া খবর করিল ॥ অমনি পি তাকে, পতি আনিল এখন । আমার চরিত্র চক্ষে করাতে দশন ॥ আসিছে উভয়ে তারা মন্দিরে অামার। উপায় নাহিক কিসে পাইব নিস্তার ॥ ললনা ছলনা করি কান্দিতে লাগিল । িচারক সব সত্য মনেতে ভাব ল ৷ কাজী বলে কান্দ কেন কুরঙ্গ নয়নী । উভয়ে শাসনে আমি রাখিব এখনি ॥ আজ্ঞাবহ তারা মে’র সন্দেহ কিতার। ভাবনা কি বিধুমুখী ইহাতে তোমার। সাধুর রমণী কহে শুন মহাশয়। পতি কি পিতার ক্রোধে নাহি নোর ভয় তোমার আশ্রয়ে কোন শঙ্কা মোর নাই কলরিনী বলে পাছে তাই ভয় পাই ॥ ঘরেপরে হবে জ্বালা লোকে গালাগালি। বিপক্ষ হা সবে সবে দিবে কর তালি ॥ পতিব্র তা সতী মোরে জানে রাজ্যময় । অ সতী বলিবে লে কে তাহে সদা ভয় ॥ এতবলি সাধুজায়া কান্দিতে লাগিল । ব্যাকুল হইয়া কাজী তাহারে কহিল ॥ কেন বৃথা কান্দ fপ্রয়ে সহ নাহি যায় । ভাবিয়া দেখহ য দ থাকে হে উপায় ॥ কি # রী একথা শুনি যোড় করি পাণি । কহিল উপায় এক বিলক্ষণ জানি । কাজী যদি রাজি হন ভাল শিখাইব । উভয়ে পাগল করি বাহির করিব ৷ কাজী বলে বল দেখি কিৰূপ করিবে । দাসীবলে সিন্দুকেতে থাকিতে হইবে ॥ বিচারক বলে যদি তাহে ভাল হয় । অবশ্য করিব তাহা বচন নিশ্চয় ॥ ইহা শুনি বিনোদিনী আহিল দে ভাসিল সবিনয়ে fরচারকে করিতে ল গিল ॥ অন্বেষিয়া মম পিতা যখন যাইবে । তখনি সিন্দুক হতে বিমুক্তি পাইবে ॥ রমণীর বাক্যে কাজী সিন্দুকে বসিল । তাহারণ ঢাকিয়া ডালা চাবি লাগাইল । বাকি রাজ প্রতিনিধি তখন রহিল । দ্বিপ্রহর রাত্রে অtfস দ্বারে দাণ্ডাইল ॥ বৃদ্ধাদাসী খুলি দ্বার আনিল তাহায় । সমাদরে সাধু পত্নী ধরিয়া বসায় ॥ হাস্য লিপি রঙ্গরস করিতে লাগিল । রাজ প্রতিনিধি ক্রমে অনঙ্গে মাতিল ৷