পাতা:পারস্য ইতিহাস.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইe ৮ রাজার রমণী হবে সুখে দিন যাবে। অমি"র আশ্রয়ে প্রিয়ে কত ক্লেশ পাবে। মান মুখে কহে ধনী শুন মহাশয় । রাজার হইলে প্রিয়ে কিবা ফলে দেয় ॥ মনে স্থান নাহি দিবে নৃপরে ভজিব । ধন লোভে কভু তীর প্রেমে না মজিব ॥ তোমার মুখেহে মুখ দুঃখে দুঃখ পাই । দেবের সম্পদ তুচ্ছ রাজ্য নাহি চাই ॥ এত শুনি বৃদ্ধ সাধু আহলাদে ভাfয়া অ'লিঙ্গন দিল তারে যতনে ধরিয়া । প্রিয়ভাষে প্রেয়সীরে পরে সাধু কয় । হৃদয়ে তোমারে রাখি অভিলাষ হয় ॥ কিন্তু হেন ৰূপ নিধি দুঃখির কারণ। বিধাতা করেন নাই কখন সুজন । আমি দীন জীর্ণ ত হে তুমি ৰূপব সী। তব যোগ্য নহি অমি, যোগ্য নরপতি ॥ তোমার যৌবন রথে ক্ষীণ রথী অামি । অতএব যুক্তি এই ভজ নরস্বামী ॥ এই ৰূপে যত কথা সাধু তারে কয় । রমণী অমনি ত"হে অসন্মত হয়। পরে সাধু বলে প্রিয়ে কি করি এখন। অপেক্ষা করিয়া মোর আছেন র জন ॥ যদি গিয়া অন্যমত জানাই তঁ হ’রে । বলিতে না পারি লুপ কি করে আমারে । সৰ্ব্ব শক্তিমান র’জ ইচ্ছা বিধি র্ত্যর । বলাংকার করে যদি রাখে •,াধ্য কার ॥ কামিনী কহিল সত্য বিপদ বিষম। পলাবার পথ কিন্তু অাছে হে উত্তম ॥ রজার নিকট আর য বে কি কারণ । ধন কড়ি লয়ে চল করি পলায়ন । , ভরসা বিধাতা ভিন্ন অন্য কেহ নাই । উঠ তবে ত্বরা করি আমরা পলাই ॥ কথা স্থির করি তারা তখনি উঠিল । দোহে ডেমস্কস দেস ছাড়িয়া চলিল ॥ পারস্য ইতিহাস । পরদিন প্রাতে আমি অধৈর্য্য হইয়া । সাধুর ভবনে দেই লোক পাঠাইয়া"। দাসী এক ছিল তথা অ nিয়া সভায় । বিশেষ বৃত্তান্ত সব কহিল আমায় ॥ বিধি ছাড়া কৰ্ম্ম করি ছিলনা বাসন । তাই কোন লোক তার পশ্চাং গেলন । পলাইল সাধু পত্নী লয়ে মোর প্রাণ । দেহ মাত্র আছে তায় নাহি পরিএtণ ॥ মদন শাসনে সদা দেহ প্রকম্পিত । প্রেম পরিচ্ছেদ হলো না হতে পিরিত। শয়নে স্বপনে তীরে ভাবি সৰ্ব্বক্ষণ । অতীত বিংশতি বর্ষ তবু দ ধ মন । ইতিহাস পরিশেষ কfর ল রাজন । সি ফুল মলু চ তারে জিজ্ঞাসে তখন ॥ কি হইল কোথা গেল এরোরা মুন্দরী । সবিশেষ মহারাজ জান কি তাহার ॥ নরপতি বলে অামি কি বলিব আর । কিছুই সন্ধান আমি জানিনা তাহার ॥ ফকনাজ রাজ কন্যার বিবাহ । নুপজা নিকটে নানা বিধ উপন্যাস । ” উপদেশ দা এী ধাত্রী করল বিন্যাস ॥ হেন কালে যুবরাজ দংশিল অমিয় । পরিবার হাহাকার করে পুরী ময় ॥ কাতর ভূপতি আতি পুত্রের কারণ । অশ্রু বার সদা বহে বাহিয়া বদন ॥ শত শত বৈদ্য অালে আরগ্য করিতে । ব্যাধির মণ পায় অন্ত পলায় ত্বরিতে ॥ বাড়িল বিষম ব্যাধি ব্যকুল সকলে । ছাড়ল তাহার অশো ভ। সে নেত্ৰ জলে ৷ উঠিল নগরে গোল মরিবে কুমার। ঘটিল প্রমাদ, সবে করে হাহাকার ॥