পাতা:পারস্য ইতিহাস.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ ৬ এত শুনি যুবরাজ হয় অাহলাদিত । স্বপন অলিক নহে ভাবিল নিশ্চিত ॥ কন্যার কঠিন ভাব ভাবি মনে মন । বিষাদিত হলো অতি রাজার নন্দন ॥ স্নান হেরি যুবরাজে জিজ্ঞাসে রাজন। কেন বলে। হেরি তব বিরস বদন ॥ রাজপুত্ৰ বলে তবে শুনুহে নরেশ । এই সে কন্যার লাগি ত্যজিয়াছি দেশ ॥ স্বপন বৃত্তান্ত সব ভুপালে কহিল । দুঃখিত অন্তরে নৃপ কহিতে লাগিল ॥ হায় বিধি কত অার দিবেহে যন্ত্রণা । বাসনা না কর পূর্ণ কেবল বঞ্চন ॥ লেখাই পড়াই পুত্ৰে করিয়া যতন । শমন হরিল আসি এহেন রতন ॥ কাল বশে অবশেষ পাশরি সে দুখ । পুনঃ নিধি দিয়া বিধি হন বা বিমুখ ॥ হায় কি কপাল মন্দ না পারি বলিতে | হইয়াছে যত দুঃখ আমাতে ফলিতে ॥ শুন শুন রাজপুত্ৰ স্থির কর মন । উপায় করিব ভাল কন্যার কারণ ॥ অসাধ্য কিছুই নহে, করিয়া সাধনু । কন্যারে অানিয়া দিব ত্যজহ ভাবনা ॥ হয় যদি পুত্ৰ মোর স্বস্থির থাকিত । রোগের ঔষধি তার অবশ্য হইত ॥ ছলে কলে কন্যা অানি দিতাম তাহয় : ব চিয়া থাকিত পুত্ৰ সন্দেহ কি তায় ॥ * পারস্য অধিপ পুত্রে প্রবোধি এৰূপ । মন্ত্রির নিকটে যাত্রা করিলেন ভূপ ৷ যুবরাজ অবিলম্বে আমারে ডাকিয়া । বিশেষ বৃত্তান্ত সব কন বিস্তারিয়া। তদন্ত শুনিয়া অামি বলি মহাশয় । তোমার সৌভাগ্য এবে জানিবে নিশ্চয় ॥ অনুমতি মোরে যদি দেন বৃদ্ধ রায় । অনিয়া সে কন্যা অামি দিবহে তোমায় পারস্য ইতিহাস । কেমনে এমন কৰ্ম্ম সম্পন্ন করিব । আপনি অজ্ঞাত এবে কিৰূপে কহিব ৷ যেমন যখন হবে মনে বিচারিয়া । করিব সে রূপ কৰ্ম্ম সতর্ক হইয়া ॥ প্রফল রাজার পুত্র একথা শ্রবণে । অ লিঙ্গন দিল মোরে ধরিয়া যতনে ॥ " হাস্থ্য পরিহাসে দোহে কথোপকথন । ক্রমে দিনমণি অস্তে করিল গমন ॥ পরদিন প্রাতে উঠি বিদায় লইয়া । কাশ্মীর উদেশে যাই অশ্ব আরোহিয়া৷ ভ্ৰমিয়া কতক দিন আসি এই স্থানে । এখন বসিয়া মোরা তা ছি যেই খানে ॥ মোহিত হইল মন স্থান নিরখিয়া । বসিলাম তরু তলে তুরঙ্গ ত্যজিয়া । নিকটে নিৰ্ম্মল জল হেরি স্নিগ্ধ মন । পানকার তৃণোপরি করিনু শয়ন ॥ নিদ্রাভঙ্গে কুরঙ্গিনী হেরি চারিপাশ । কাঞ্চন তৃপুর পায় পৃষ্টোপরি বাস ॥ মুগীগণ হেরি মন হইল মোহিত । রঙ্গ ভঙ্গ করি কত তাদের সহিত ॥ আচম্বিত হেরি বারি সবার নয়নে । যুয়ায় না মনেকান্দে কিসের কারণে ॥ নয়ন তুলিতে পুৰী গোচর হইল । গবাক্ষে রমণী এক অমনি ডাকিল । কাননে রাখিয়া অশ্ব ধীরে ধীরে যাই । মুগীগণ পথ রোধে যাইতে না পাই ॥ অtশ্চৰ্য্য হইয়া আণমি ভাবি মনে মন । কি লাগিয়া পথ বদ্ধ করে মুগীগণ ॥ কেন বা ক্রন্দন করে হেরিয়া অামায় । কারণ থাকিবে কোন বলা নাহি যায় ॥ পুরীর ভিতরে ক্রমে হই উপনীত । সমাদর করে রামা মোরে যথোচিত ৷ কলে কর ধরি মোরে নিয়া যায় ঘরে । বসায় অাদর করি পালঙ্ক উপরে ॥