পাতা:পারস্য ইতিহাস.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । তবে এই উষ্ম বারি উত্তীর্ণ হইয়া । মন্দিরে প্রবেশ কর অগ্নিমধ্যে দিয়া ॥ ইহা শুনি জয়ধ্বনি করি ততক্ষণ । লম্ফদিয়া বfাপ দিবে সলিলে তখন ॥ অষ্টাঙ্গে যে তৈল তুমি করিবে মর্দন । পাষাণ হইবে জল তাহার কারণ ॥ অনল শীতল হবে তাহারি প্রভাবে । অনায়াসে বিনা ক্লেশে মন্দিরেতে যাবে মন্দিরে প্রবেশি দেবে দেখিতে পাইবে। ভজন উদয় অস্ত সেখানে করিবে । ভানু অস্তে পুনঃ দেখা আহরণে দিবে। পালক সন্তান করি তোমারে পালিবে । পঞ্চদশ রজনীতে মোহিলে নিদ্রীয় । দিবে এই শ্বেত চর্ণ তাঁর নাসিকায় ৷ আভ্রাণে নিশ্চয় তার মরণ হইবে । সেই পদে অভিষিক্ত তোমারে করিবে । পাইয়া এ হেন পদ হইয়া সত্বর । দেখা দিবে গিয়া রাজকুমার গোচর ॥ দুঃসহ ব্যামহ তার ভালনাহি হয় । পড়িলে এশ্লোক রোগ ঘুচিবে নিশ্চয় ॥ হিন্দুস্থানে তব নাম হইবে প্রচার । সিদ্ধ বলে যশ খ্যাতি ঘুষিবে তোমার ॥ ফর্কন (জ নানে ধনী রাজার নন্দিনী । হেরিতে তোমাবুে রামা হবে প্রয়াসিনী। RX సి বিপদ বিষম যদি পড় তার হাতে । দোহার হইবে মন্দ কি সন্দেহ তাতে ॥ এতশুনি পুনরায় প্রণাম করিয়া । কাকুতি মিনতি করি চরণে ধরিয়া ॥ বাসনা বিশ্রাম করি অধিক তথtয় - কিন্তু কুহকীর ভয়ে পলাই ত্বরায়। কাশ্মীর নগর মুখে যাই শীঘ্ৰ করি। নিকট দেখিয়া দেশ বেশ পরি হরি ॥ সৰ্ব্বাঙ্গে মাখিয়া তৈল সন্ন্যtণী সাজিয়া । নগরের দ্বারে আমি দেখা দেই গিয়া ॥ রাজপুরে লয়ে মোরে যায় দ্বারিগণ । পুরোহিতে ডাকি রাজা করে সমপণ ॥ উষ্মবারি হুতাশন উত্তীর্ণ হইয়া । মন্দিরে প্রবেশি ক্লেশ কিছু ন পাইয়া ॥ কসয়া দেবেরে দেখি সিংহাসন স্থিত । চন্দন কাষ্ঠের মূৰ্ত্তি অতি স্থসজ্জিত। হীরার নয়ন তার মুকুট মাথায় । কটিতে কিঙ্কিনী শোভে খচিত হীরায় ॥ দিবস বঞ্চ ই আমি থাকিয়া মন্দিরে । পুরোহিত কাছে পরে যাই ধীরে ধীরে ॥ অামায় পালক পুত্র করে আহরণ । অনন্তর হস্তে মেরি হইল নিধন ॥ তাহার পঞ্চত্বে মোরে পুরোহিত করে । অারে গ্য রজার পুত্রে করি তার পরে ॥ আর কি অদিক আমি কহিব তোমারে তাহাতে স্থখ্যাতি আতি হইল প্রচার । পশ্চাৎ করিবে কৰ্ম্ম যুক্তি অনুসারে ॥ অঙ্গীকার করি অজ্ঞা করিব পালন । অার এক ডিবা মেরে করিল অপর্ণ । শ্বেত চর্ণ ছিল সেই কৌটার ভিতর । সিদ্ধমন্ত্র লিখি ধনী দিল তার পর ॥ তদন্তর এই কথা কহিল সুন্দরী । যাও যাও হেথা হতে যাও শীঘ্ৰ করি ॥ আসিবে ভগিনী মোর হয়েছে সময় । বিলম্বে কি ফল আর যাও মহাশয় ॥ অামারে হেরিতে ইচ্ছা হইল তোমার ॥ অপর যা কিছু হয় আছি সুবিদিত। বিপরীত চিত্র হেরি হইলে মোহিত ॥ ললন এ কথা শুনি অধ মুখে রয়। বসনে বদন ঢাকি কথা নাহি কয় ॥ কিন্তু নবপ্রেম হৃদে হয়েছে সঞ্চার । তাহে ছল প্রতিবল না করিল আর ॥ ঘোমটা বারিয়া বালা মৃদুস্বরে কয় । কহ শুনি সবিশেষ পরে যাহা হয় ॥