পাতা:পারস্য ইতিহাস.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । প্রাণ পেয়ে হরষিত হয়েছে যেমন । তব শুভ আগমনে সন্তুষ্ট তেমন ॥ এত বলি করে কর করিয়া ধারণ । নন্দিনীরে লয়ে যায় গোলেঞ্জ সদন ॥ হেরিয়া তাহারে রাম উঠিয়া তখনি । যুগল চরণে ধরি লোটায় ধরণী ॥ রাজকন্যা তুলি তারে দিল আলিঙ্গন। ব্যবহারে পরিতুষ্ট করে তার মন । বরাঙ্গনা বলে ভাই স্থখের বিষয় । সিমগ তোম।র শক্র করিয়াছে ক্ষয় ॥ অগ্রে করেছিল ভাল ত হারি কারণ । তোমায় বন্ধন হতে করিল মোচন ॥ সহাস্য বদনে কহে গোলেঞ্জ রমণী । প্রত্যক্ষ প্রমান এক দেখহে এখনি ॥ " বিপদে পড়িয়া মৃগী, ত্যজিয়ণ তা হায় । থাকিতে দেহেতে প্রাণ মৃগন পালtয় ॥ এই ৰূপ বাক্যালাপে সকলে চলিল । ক্রমে ক্রমে পুরীমাঝে অসি প্রবেশিল ॥ অতঃপর সবে তারা প্রাঙ্গনেতে গিয়া । দেখে তিন শত মুগ অাছে সারি দিয়ণ ॥ গোলেঞ্জ মায়ার ছেদ করে মন্ত্র বলে । মৃগ দেহ ত্যজি হয় মনুষ্য সকলে ॥ এধার শোfধতে সবে চরণে ধরিল । মধুর বচনে ধনী-সকলে তুষিল । আনন্দের সীমা নাহি সকলে মোহিত । সিমগের কথা সবে শুনে অচম্বিত ॥ ফরকস রাজপুত্রে হেরিয়া তথায় । চরণে ধরিয়া তার ভূতলে লুটায় । বলে ওহে যুবরাজ একি চমৎকার । কেমনে এখানে এলে বল কি প্রকার ॥ একিহে সিমর্গ কহে রাজার নন্দন । কুশল সম্বাদ অাগে করাও শ্রবণ ॥ সিমগ কহিল প্রভু এদাস তোমার । অানিয়াছি কন্যা হেথা কাশ্মীর রাজার এত বলি যুবরাজে লইয়া সঙ্গেতে । . চলিল কন্যার কাছে পরম রঙ্গেতে । - পরস্পর দোহে হেরি দোহারে চিনিল । স্বপনের ধন দোহে সম্মুখে দেখিল ॥ । কথোপকথনে র্তারা যখন বসিল । - গোলুেজা উদ্যান মাঝে তখন চলিল ॥ কুরঙ্গিনী গণে তথা করিয়া দর্শন । মন্ত্রের প্রভাব রামা করিল ছেদন ॥ মৃগী দেহ ত্যজি সবে ধরে নিজ ৰূপ । ৰূপেতে করিল অালো দেখিতে অনুপ ৷ সবে লয়ে যায় তবে রাজবালা পাশে । মৃদু ভাসে মুগনেত্ৰী সকলে সস্তাষে । সকলের পতি তথা সকলে দেখিল । পরস্পর হেরি বড় অনিন্দ বাড়িল ৷ রমণী পাইয়া সবে উঠিয়া আমনি । অশ্বশীল হতে অশ্ব অানায় অখনি ॥ গোলেঞ্জীয় শত শত প্রণাম করিয়া । নিজ নিজ দেশে যায় বিদায় হইয়ণ ॥ সকলে করিল যাত্রা এরা পঞ্চ জন । দিন কত সেই স্থানে করিল বঞ্চন ॥ গজনিন দেশে শেষে করে সমাবেশ । মহেtৎসব মহা মুখে করিল নরেশ ॥ তদন্তর দিন স্থির করিব রাজন । যুবরাজে সেই কন্যা করিল অপৰ্ণ ॥ সিনগে গোলেঞ্জা নারী করিল বরণ । ধুম ধাম হলো কতো উদ্বাহ কারণ ॥ অবশেষ বৃদ্ধরায় সিমৰ্গে লইয়া । শুনিল কাহিনী সব বিশেষ করিয়ণ ॥ রাজ পুত্ৰ কুহকিনী হাতে যে প্রকারে । পড়িয়া ছিলেন তাহা কহিল রাজারে ॥ কিছু কাল পরে কাল রাজারে ঘেরিল দেখিয়া অন্তিম কাল নৃপ লিখে দিল ॥ যুবরুজে দিল রাজা সকল রাজত্ব। কিছু দিন পরে তার হইল পঞ্চস্তু। . } :