পারস্য ইতিহাস । २१ { অদ্ভূত ভাবিয়া রাম দাড় ইয়া থাকে। অবিল খুলিয়া সেই হার দিল তাকে ॥ কন্যাকে কহিল “তব জনকের মন । হার দৃষ্টে বিশ্বাসিবে দেখিয়tছ ধন ॥ আরো তব জনকের সন্তোষের তরে। অভিরণ রত্ন কিছু নিয়া যাও ঘরে” । যুবতীকে এই কথা অবল বলিয়া । বাছিয়া জহর দিল আপনি তুলিয়। ইতিমধ্যে তার মনে হয় এই ভয় । রজনী প্রভাত পাছে সেই খানে হয় ৷ এজন্য নারীর নেত্র বস্ত্রে আচ্ছাদিয়া । অনিল শয়নগরে গুপ্ত পথ দিয়া ॥ কত কথা কয় সেথা বসিয়া দুজনে । দিনমণি দেখা দিল আসিয়া গগণে ॥ রমণী আমনি উঠি বিনয় বচনে । বিদায় হইয়া যায় আপন ভবনে ॥ এখানে জনক তার ভাবিয়া অধৈর্য্য । কখন আসিবে কন্যা দেখিয়া ঐশ্বৰ্য্য ৷ মনে মনে এক বার এইরূপ বলে । ভুলাইতে পারে নাহি বুঝি কোন ছলে । হেন কালে আগমন হইল কন্যার ! গলদেশে ঝুলিতেছে গজমতি হার ॥ হীরা পান্না যুবতী জনকে নিয়া দিল । আনন্দিত হয়ে তীরে মন্ত্ৰী জিজ্ঞাসিল ॥ কি করিয়া অসিয়াছ বল দেখি সার । যে কার্য্যেতে গিয়াছিলে কি হইল তার ॥ কন্যা বলে দেখিয়াছি যুবার ভাণ্ডার । কিন্তু নাহি দিতেপারি উপমা তাহার ॥ একত্র করিলে সব রাজাদের ধন ৷ এধনের তুল্য তবু হবেনা কখন । আরো অবলের নীতি উত্তম যেমন । তুলনাতে ধন তার না হয় তেমন ॥ এত বলি বাল্কিসী নিকটে পিতার। কহিতে লাগিল গুণ বিস্তারি যুবার। আহিলাদে ভাসিল মন্ত্রী দেখিয়াছে ধন । সদগুণ শুনিতে অtর নাহি দিল মন ॥ ধনের নিমিত্ত যদি ব্যভিচার কায । দুহিত করিত তবু না হইত লাজ। হাৰুণ রাজার স্বদেশে আগমন । বশরীতে এই ৰূপ ঘটনা যখন । হারুণ ভূপতি দেশে আসিল তখন ॥ পুরী প্রবেশিয়া ভূপ করি আজ্ঞ দান । । উজীরের কারা বদ্ধ তখনি ঘুচান ৷ যেৰূপ বিশ্বাস পাত্র ছিলেন জাফর । ততোধিক প্রিয় তীরে করে নৃপবর ॥ ভ্রমণের বিবরণ সমস্ত কহিয়া । জিজ্ঞাসে হাক্কণ তারে সন্দিগ্ধ হইয়ণ ॥ কি হবে জ (ফর কহ জিজ্ঞাসি তোমারে” । দিয়াছে অমুল্য ধন আবল আমারে । বণিকের দানে খাট হইয়া রহিব । রাজা হয়ে এত লজ্জা কি ৰূপে সহিব ৷ দুষ্পাপ্য অমূল্য দ্রব্য যে আছে ভাণ্ডারে শোভনাহি পাবে তাহা দিলেও তাঁহারে কি দিয়া তাহারে আমি বাধিত করিব । বল দেখি কি প্রকারে দানেতে জিনিব ৷ শুনিয়ী রাজার কথা মন্ত্রীবর কয় । পরামশ বলি তবে শুন মহাশয় ॥ বশরা দেশের রাজা করন্থ তোমার। সিংহাসন হতে তারে কর বহিস্কার ॥ অাবলেকে সেই রাজ্য করিলে প্রদান । কোন ৰূপে তবে নৃপ থাকে তব মান ॥ লিখন লইয়া দূত অবিলম্বে যায়। আমিও সনন্দ নিয়। যাইব ত্বরায় ॥ শুনিয়া মন্ত্রীর কথা হাৰণ রাজন । তুষ্ট হয়ে উজীরকে কহিল তখন ॥
পাতা:পারস্য ইতিহাস.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।