পাতা:পারস্য ইতিহাস.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rレー বলিয়াছ পরামর্শ যথার্থ উত্তম । | ইহাতে বাধিত হবে অবিল-কাসম ॥ বরঞ্চ হইবে ইথে অার এক ফল । রাজা রাজমন্ত্রী দোহে পাবে প্রতিফল। এই দুই ত্বরাচার তার ধন লয় । রাজপদে ইহাদের রাখা যুক্ত নয় ॥ এ কথা বলিয়া পত্র তখনি লিখিয়া । বশরীয় পাঠাইল দূতকে ডাকিয়া ॥ ভিতর মহলে রাজা গিয়া তার পরে । বসিয় | কহিল সব মহিষীর ঘরে ॥ রমণী বালক শিখী অার তরু বর । অনইয়া প্রেয়সীরে দিলেন সত্বর ॥ রাজপ্রিয়া তুষ্ট হয়ে রমণীর রূপে । হ:স্ত্যমুখে পরিতোষ জানাইল ভূপে । পান পাত্র মাত্র রাজা রাখিয়ণ আপনি | | মীবরে অীর সব দিলেন তখনি ॥ অপর জাফর মন্ত্রী করে আয়োজন । বশরা নগরে শীঘ্ৰ করিতে গমন ॥ | | | | | | মন্ত্ৰী কৰ্ত্তক আবলের কবর বন্ধন । এই দিকে রাজদূত বশরায় গিয়া । তথকার লুপতিকে পত্র দিল নিয়ণ ॥ লিপি পাঠে সেই রাজা বিস্ময় হইল । মন্ত্রীররে ডাক দিয়া সমস্ত কহিল ৷ “ দেখ মন্ত্রী কি প্রকার অন্ত জ্ঞা রাজার । পরামর্শ বল দেখি কি করি ইহার ॥ রাজ রাজেশ্বর হন হারূণ ভূপতি । পারস্য ইতিহাস । iন্য কি অমান্য র্তারে করিব সংপ্ৰতি ॥ মন্ত্রী বলে, মহারাজ কি ন ভবিবে। অt বলের সৰ্ব্বনাশ করিতে হইলে । ন মারিয়া সংগোপনে রাখিব কেবল । শবদ হবে লোকালয়ে মরিল অাবল ॥ । ইহাতে রাজত্ব তব স্বস্থির থাকিবে। অধিকন্তু তার যথা সৰ্ব্বস্ব পাইবে ॥ অনিয়? যখন হস্তে রাখিব তা হারে । বাহির করিয়া ধন লইব প্রহারে” । রাজা বলে “যাহা বুঝ করিবে তখন । সম্প্রতি কি নৃপতিকে লিখিব এখন” । মন্ত্রী কহে “মহারাজ ভয় নাই তাঁর । অামাতে রাখিয়া দেও উত্তরের ভর ॥ সকলেরে ভুলাইব যেই সব কলে । রাজ কে ও বুঝাইব সেইরূপ ছলে । যে মনস্থ করিয়াছি শুন মহারাজ । অাগে তাঁহা সিদ্ধি করি পরে অার কায” ॥ ইহা বলি রাজ সভ্য নিয়া তার পরে। চলিল অবল ফটা অবলের ঘরে ॥ মন্ত্রীর মন্ত্রণা নাহি জনে সভ্যগণ । আকলের ঘরে সবে করিল গমন ॥ সভাসদ সঙ্গে যুবা দেখি মন্ত্রী করে। সকলকে বসাইল যোগ্য সমাদরে ॥ শিষ্ট চার করে কত মন্ত্রী বিদ্যমানে । হইবে যে সৰ্ব্বনাশ স্বপ্নে নাহি জনে ॥ ভে জন সময়ে সবে বসিয়া ভোজনে । অরিস্তিল স্থর পান আ হল দিত মনে ॥ যুবার নিৰ্ম্মল মন আছে গোলমালে । মন্ত্রীর কুকৰ্ম্ম দেখ আনন্দের কালে । ন জানি কেমন চর্ণ সঙ্গে তার ছিল । অলিলের মদ্যে তাঁহা মিশাইয়া দিল ৷ রণিক নন্দন সেই স্থর করি পান । অমনি ভূমিতে পড়ে হারাইয়া জ্ঞান ॥ মৃচ্ছাগত দেখি যত দাসগণ ছিল । প্রতিকার হেতু সবে ত্বরিতে আইল । কিন্তু দেখি মৃত্যু চিন্তু তিলেক ভিতরে। শয়ন করায় তুলি পালঙ্ক উপরে ॥ গুহে হাহাকার শবদ তখনি পড়িল । লোকেরা দেখিয়া কাষ্ঠ পুত্তলি হইল ॥ |