পাতা:পারস্য ইতিহাস.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । —, כי ס\ মন্ত্রী কহে মহারাজ সত্য লয় মনে । যুক্ত হয় বান্ধিয়া আনিতে দুই জনে ॥ রাজা কহে তাই মনে করিয়াছি অামি । দ্বিপঞ্চ সহস্র সৈন্য নিয়া যাও তুমি । তোমাকে যুবীর মৃত্যু কহিবে কান্দিয়া । কিন্তু কর্ণে না শুনিয়া আনিবে বান্ধিয়া ॥ পাইয়া রাজার অাজা উজীর জাফর । সৈন্য সহ যাত্র। তবে করিল সত্বর ॥ আবল-কাসমের কবর মোচন । অপর বৃত্তান্ত শুন আবল যুবার। যেৰূপে কবর হতে হইল উদ্ধার ॥ মন্ত্রীর প্রহারে যুবা অজ্ঞান হইয়া । সিন্দুকেতে বহুক্ষণ আছিল মোহিয়া। চেতন পাইতে বোধ হয় যেন কেহ । সিন্দুক হইতে ভূমে রাখে তার দেহ ॥ অবিল ভাবিল বুঝি আসিল উজীর । প্রহার কারণ পুনঃ করিল বাহির । এরূপ চিন্তিয়া কহে বণিক নন্দন । পুনৰ্ব্বার অসিয়াছ ওরে দস্থ্যগণ ॥ একেবারে নষ্ট কর যদি দয়া থাকে। এসব যন্ত্রণ বৃথা দিওনা অামাকে ॥ শুনিয়া তাহার কথা এক জন কয় । কি জন্যে ভাবিছ যুবা নাহি আর ভয় ॥ অামাদের বাঞ্ছা নহে তোমাকে মারিতে মিত্রভাবে আসিয়াছি উদ্ধার করিতে ॥ এ কথা শ্রবণ করি তুলিয়া নয়ন । মুক্তকারী বন্ধুগণে করিল দশন ৷ দেখে তাহাদের মাঝে আছে সে রমণী । যাহারে সে দিনে ধন দেখায় আপনি ॥ নারীকে হেরিয়া কহে বণিক নন্দন । তুমি কি সুন্দরী মোরে রচিাবে এখন ॥ নারী বলে আমি আর আলী যুবরাজ । অসিয়াছি করিতে তোমার এই কায ॥ শুনিয়া আমার মুখে রাজার কুমার। আইলেন এ বিপদে করিতে উদ্ধার ॥ অালী বলে সে কথা যথার্থ মহাশয় । তোমার কারণ মোর মরণ নিশ্চয় ॥ সহস্ৰ সহস্ৰ দুঃখ বরঞ্চ সহিব । তোমা হেন জনে তবু মরিতে না দিব ॥ একথা বলিয়। তবে তারা দুই জন । পেয়ে দ্রব্য অানি তারে করায় ভক্ষণ ॥ কিঞ্চিৎ চেতন তাহে হইলে তাহার। নায়িকা নায়কে যুব করে নমস্কার ॥ তাহাদিকে যথোচিত করি সাধুবাদ । জিজ্ঞ সিল কি প্রকারে শুনিলে সম্বাদ ॥ শুনিয়া যুবার কথা বালকিসী কয়। রাজনন্ত্ৰী পিত! মোর শুন মহাশয় ॥ গুপ্ত ধন পাইয়াছ করে কান কানি । তোমায়ফেলিবেফেরে আমি তাহ জানি প্রচার করিল পিতা মরণ তোমার । তাহাতে সংশয় বোধ হইল আমার ॥ অতএব জনকের অনুচরে নিয়ণ । শুনিলাম তার কাছে ধন কিছু দিয়া। কবরের চাবি ছিল তাহার জিম্মীয় । দ্বার খুলিবারে তাহ দিলেক অামায় । তখনি সস্বাদ সব কহিয়া অালীরে । তোমার মোচন হেতু এসেছি অচিরে। অবিল-কাসম বলে একি চমৎকার । নির্দয় পিতার কন্যা জন্মে এপ্রকার ॥ অালী বলে বিলম্ব না কর মহাশয় । শীঘ্ৰগতি পলায়ন যুক্তিসিদ্ধ হয় ৷ প্রভাত হইলে মন্ত্রী আসিবে কবরে। না দেখি তোমার খোজ করিবে শহরে চল চল গৃহে নিয়া রাখিব তোমায় । অন্বেষণ কেহ নাহি পাইবে তথায় ॥