পাতা:পারস্য ইতিহাস.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । আশ্চৰ্য্য হইয়া যুব শিশুর কথায় । চলিল তাহীর সঙ্গে নৃপতি যথায় ॥ স্বর্ণ সিংহাসনে রাজ ছিলেন বসিয়া । সুখের তরঙ্গ উঠে আগবলে হেরিয়ণ ॥ তখনি উঠিয়ণ রাজা নামি जृञि उलि । আলিঙ্গন করিলেন ধরি তার গলে | অচৈতন্য কলেবর হয় প্রেম ভরে । ইন্দ্রিয় অবশ মুখে বাক্য নাহি সরে । পরে কিছু ধৈর্য্য হয়ে কহেন রাজন। “ অতিথি তোমার দেখ তুলিয়া নয়ন" । বল আশ্চর্য্য আতি একথা শুনিয়া । কহিল ভূপাল প্রতি নয়ন তুলিয়া । “ তোমার প্রতাপে প্রভু ক্ষিতি করে ভয় দুষ্টের দমন তুমি দীনের আশ্রয়। একথা বলিয়া যুবৰ্ণ ভূমিষ্ঠ হইয়। রহিল রাজ (র পদ মস্তকে লইয়া ॥ ভূমি হতে আবলেরে তুলিয়া রাজন। বিচিত্র অসনে নিয়া বসায় তখন ॥ যুবাকে জিজ্ঞাসে ভূপ “ কোথা তুমি ছিলে কহ শুনি মৃত্যু হতে কি কপে বঁচিলে"। আ বল সকল কথ। বিস্ত রিয়া কয় ! যে প্রকার মন্ত্রী হস্তে পরিত্রাণ হয় ॥ অাদি অন্ত সে বৃত্তান্ত শুনিয়া রাজন । কহিল “ তুর্দশা এত আমার কারণ ॥ তোমার অ্যালয় হতে আমার পুরাতে । বশরা নগরে দূত পঠাই ত্বরিতে ॥ তথাকার ভূপে লিখি লিখন পড়িয়া । ত্বরায় তোমারে র জ্য দিবেক ছাড়িয়ণ ॥ জুরাচার না শুনিয়া অনুজ্ঞা অামার । জীবন বধিতে চেষ্টা করিল তোমার ॥ সত্য সে অবিল ফটা করিয়া প্রহর । ধনের সন্ধান নিয়ন করিত সংহার ॥ এজন্য রাখিয়াছিল তোমায় বন্ধনে । ভয় নাহি তার শোধ দিব এইক্ষণে ॥ も N○N○ গিয়াছে জাফর মন্ত্রী নিয়ণ সেনাগণ । অানিবে দোহার শীঘ্ৰ করিয়া বন্ধন | তদবধি মম বসে কর তুমি বাস । রাজার সমান সেরণ করিবেক দাস" অতঃপর নৃপবর সত্বর হইয়া । কুসুম কাননে যান যুবকে লইয়া । নীরপূর্ণ নীরা শয় অপূৰ্ব্ব শোভন । নানা জাতি মীন তাহে করিছে ভ্ৰমণ ৷ মনে জ্ঞ দ্বাদশ স্তস্ত অাছে মধ্যখানে । সুন্দর গাথনি তার অসিত পাষাণে ॥ তাহার উপর ছাত গে স্বেজ অ্যাকার । সুগন্ধ চন্দন কাঠে খিলান তাহার ॥ ফুকরে ফুকরে আছে সুবর্ণের জাল ॥ তার মধ্যে ক্রীড়া করে বিহঙ্গম জল । সুমধুর স্বৰে সদা করে কত গান। শ্রবণে শ্রবণ মাত্র স্বি ধ হয় প্রাণ ৷ তাহার মপ্যেতে অতি রম্য সরোবর । যুবাকে লইয়ণ স্বান করে নৃপবর ॥ কিঙ্কর নিকর পরে করিয়া যতন । উত্তম অস্বরে অঙ্গ করিল মার্জন । আবলেরে পরাইয়া অপুৰ্ব্ব বসন । পুরী প্রবেশিল রাজা করিতে ভোজন ॥ মেঠাই মিষ্টান্ন অদি নানা উপহার । বসিলেন দুই জনে করিতে আহার ॥ ভোজন হইলে সাঙ্গ করি স্বরা পান । অবলে লইয়। রাজা অন্তঃপুরে যান। স্বর্ণ সিংহাসনে রাণী বসিয়া তখন। সারি দিয়া দুই পাশে ছিল নারীগণ ৷ কাহার হস্থেতে বীণা করে সপ্তসার । , কাহার মুখেতে বাণী হস্তেতে সেতারা। অনুপমা নারী এক সুমধুর স্বরে। যন্ত্রে মিলাইয়া স্থর এই গান করে ।