পাতা:পারস্য ইতিহাস.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পারস্য ইতিহাস।


প্রথমখণ্ড।

গ্রন্থ সূচনা।

কাশ্মীর নগর ধাম খ্যাত বসুমতী।
টোগ্রল্‌বি নামে তথা ছিলেন ভূপতি॥
পুণ্য শীল নৃপতির এক বংশধর।
ফর্খরাজ আখ্যাতে বিখ্যাত গুণাকর॥
আর এক কন্যাছিল ধন্য মহীতলে।
রূপের তুলনা তার নাহি কোন স্থলে॥
নানা গুণবতী সতী নাম ফর্খনাজ।
কিকব বদনে যার মদন সমাজ॥
সুরঙ্গী কুরঙ্গী নেত্র ভ্রুভঙ্গী সুঠাম।
হরিণাক্ষী হেরে যারে ঘেরেতারে কাম॥
রূপসীর রূপ গুণ কিকব বিশেষ।
লেখনী লিখিতে নারে তার গুণ লেশ॥
শিকারে কৌতুকী সদা সুন্দরীর মন।
মৃগয়ায় প্রায় তাই করিত গমন॥
যখন যাইত বনে নৃপতি নন্দিনী।
সঙ্গেতার অনুবর্ত্তি শতেক বন্দিনী॥
বীর সুতা বীরবেণে তীরলয়ে করে।
আরোহিয়া ধবল সবল অশ্বোপরে॥
যখন পবন বেগে করিত গমন।
শোভাতার চমৎকার না যায় বর্ণন॥
সখীগণ মধ্যে যায় নৃপবর বালা।
তারামাঝে সাজে যেন পূর্ণ শশিকল॥
যাহারে কটাক্ষে হেরে চিত্ত হরেতার।
চিত্রের পুতুল প্রায় সবে শবাকার॥

পরম রূপসী রূপ হেরি প্রজাগণ।
নিকট যাইতে সবে করে অকিঞ্চন॥
যম সম খোজাগণ তীফ অস্ত্রধারী।
অগ্রসর যেই হয় বধে প্রাণ তারি॥
তথাপি রক্ষক গণে ভয় নাহি করে।
বাসনা কন্যার আগে সবে তারা মরে॥
ভুপতি ভাবিল দেশে বিভ্রাট ঘটিল।
কন্যার রূপেতে প্রজা অনেকে মরিল॥
হইল রাজার শোক প্রজার কারণ।
কুমারীর বনে যাওয়া করিল বারণ॥
অন্তঃপুরে থাকে বালা পিতার আজ্ঞায়।
তাহাতে প্রজারা আর দেখিতে না পায়॥
তথাপি অদ্ভূত রূপ না ঢাকে তাহার।
দেশ দেশান্তরে যশ হইল প্রচার॥
কত শত রাজা আর রাজ পুত্রগণ।
কন্যাকাক্ষী হয় রূপ করিয়া শ্রবণ॥
অল্পকালে শব্দ হয় কাশ্মীর পুরীতে।
আসিছে ঘটক গণ সম্বন্ধ করিতে॥
কিন্তু পূর্ব্বে নৃপবালা শয়নের কালে।
দেখিয়াছে স্বপ্নেমৃগ পড়িয়াছে জালে॥
প্রাণ পনে মৃগী তারে করিয়া উদ্ধর।
সেই জালে আপনি পড়িল পুনর্ব্বার॥
পলাইল মৃগ তারে না করিয়া ত্রাণ।
সকাতর কুরঙ্গিনী হারাইল প্রাণ॥