পাতা:পারস্য ইতিহাস.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । সম্মুখে ডাকিয়া তারে কহিল রাজন। জানিলাম তুমি অতি নির্দোষী স্বজন ॥ অতএবু বধিয়াছি তব শক্র যত । মন্ত্রী কাৰ্য্য কর তুমি পূৰ্ব্বকার মত। কাবাশণ মন্ত্রীর যত বন্ধ গণ ছিল। শুনিয়া সকল কথা তারা জিজ্ঞাসিল ॥ কেমনে জানিলে আগে বন্ধনে থাকিবে । কিসেবা বুঝিলে পুনঃ বিমুক্তি পাইবে। ইহা শুনি মন্ত্রীবর কহিল হাসিয়া । “যে কালে উঠিল জলে অঙ্গ রী ভাসিয়৷ তাহা দেখি মনোমধ্যে বিচারি তখন । সুখ-রবি অস্তাচলে করিল গমন ॥ তপন কিরণভাবে হবে অন্ধকার । অতএব দুঃখ নিশি হইল অামার ॥ তার পরে কারাগারে রক্ষকের ঠাই । রমানসি খাইবারে সদণ অামি চাই ॥ কিন্তু তাহণ না পাইয়ণ ভাবনা হইল । আরো বুঝি কিছু কাল এদুঃখ রহিল। পরে সেই দ্রব্য কাছে আসিল যখন । মুষিক পড়িলে বোধ হইল তখন ॥ দুঃখনিশি হৈল ভোর ক্লেশ না রহিবে । আজি হতে মুখ-ভানু উদয় হইবে” ॥ দৃষ্টান্ত সমাপ্ত করি কহে চীনপতি। নিরাশ হৈওন রাণী ঘুচিবে দুৰ্গতি । দুঃখার্ণব হতে তুমি শীঘ্ৰ পাবে কুল। বোধ হয় বিধি অীর নহে প্রতিকূল । অতঃপর শুন রামা বলি বিবরণ । ঘটিয়াছে অামারো যে তোমারি লক্ষণ৷ একথা বলিয়া পরে চীনীয় রাজন । নিজ পরিচয় দিল রাণীর সদন ॥ তদন্তর মৃগয়ার বিবরণ কয় । যেই ৰপে শ্বেত মুগী দরশন হয় ॥ কথা সাঙ্গ হবামাত্র দেখে দুই জনে । আসিতেছে এক ব্যক্তি অশ্ব আরোহণে । 8 * নবীন পুরুষ অতি সুন্দর বদন । হইয়া বিবস্ত্র প্রায় করিছে গমন ॥ রাণী কহে “ বুঝি এই পতি মোর যায়”। পলtয় পুরুষ কিন্তু ফিরিয়ণ না চায় ॥ আগু পাছু দেখে ভয়ে সশঙ্কিত মন । ধরিতে তাহাকে যেন ধtয় কোন জন ॥ পুনশ্চ পশ্চাতে দেখে আরো এক জন । অতি বেগে আসিতেছে অশ্ব আরোহণ বসন ভূষণ তার অতি শোভা পায় । নিস্কোষিত অসি হস্তে রক্ত চিন্তু তায় ॥ ধাইছে ধরিতে কারে হয় অনুভব । চমৎকার দুজনার এক অবয়ব ॥ রাজার নন্দিনী কিছু বুঝিতে না পরে। এই পতি, অনুভব করিল তাহারে। কিন্তু সে এমন ব্যস্ত কাছ দিয়া যায়। তথাপি রাণীর দিকে ফিরিয়া না চায় ॥ চীনীয় নৃপতি কহে একি চমৎকার । উভয়েরি এক tিছু অভিন্ন আকার ॥ রাণী বলে ইহাতেই বুঝ মহাশয় । বলিয়াছি যাহা অামি মিথ্যা তাহা নয় । এমন সময়ে পুনঃ দেখে দুই জনে । আসিল তৃতীয় ব্যক্তি অশ্ব আরোহণে। নৃপতির মন্ত্রী এই আলী নাম ছিল । রাণীকে দেখিবা মাত্র চিনিতে পারিল হয় হতে মন্ত্রী বর নামি শীঘ্ৰগতি । মহিষীর চরণেতে করিল প্রণতি ॥ মন্ত্রী বলে অাগে মাতা হেরি কি তোমাঃ প্রত্যাশা ছিলনা দেখা হবে পুনরায় ॥ কোটি কোটি ধন্যবাদ দেই বিধাতায় । প্রাণে প্রাণে আছ তুমি যাহার কৃপায় অধৰ্ম্মের বৃদ্ধি হেতু কুকৰ্ম্মের জয় । স্বজনের মন্দ ফল যদি কিছু হয়। এই জন্যে ঘটে তাহা কেবল জানিবে । অন্তেতে বিচার তার উত্তম হইবে ॥