পাতা:পারস্য ইতিহাস.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भन्नान्तिन • -l @ 6* পিরিতিযদ্যপি দৈত্যেকরে কারোসনে । ভাবের অভাব নাহি হয়অদশ নে” ॥ রাজা কহে সত্য বটে মনুষ্য আরুতি ॥ দৃষ্টি কিন্তু দৈত্য সম জানিবা যুবতি । খে অবধি বিচ্ছেদ হইল তোমা সনে । কখন মিলন হলে সদা ভাবি মনে ॥ যুগের সমান সেই কালে বোধ কবি । কেবল অণশণতে অামি ছিলাম স্বমদরি ॥ রাণী বলে দোষ কেন নদেখি তোমার ! সবল প্রেমিক তুমি হইল প্রচার ॥ অঙ্গীকার ছিল আমি দিব প্রাণ দান । এখন সে অঙ্গীকার করি সমাধান ॥ ইহা বলি সভাসদ যত দৈত্য ছিল। সকলেকে ডাকদিয়ণ রাণী আনাইল ॥ *শুনহে যতেক দৈত্য কহে চেরেস্থানী । পিতার মরণে মোরে করিয়াছ রাণী ॥ পালিবে আমার-আজ্ঞা আছে অঙ্গীকার। অতএব মোর কথা রাখ এই বার ॥ চীন পতি সনে মোর বিবাহ হইবে। প্রভু বোধে তাকে সদা সকলে মানিবে” । ইহা বলি চীনেশ্বরে আনায়ন করি । দেখাইল দৈত্যদিগে তখনি মুন্দরী ॥ দৈত্যের সন্তুষ্ট হয়ে রাণীর কথায় । দিলেক মুকুট আনি রাজার মাথায় ॥ রাজ অভিষেক সাঙ্গ হইল যখন । বিবাহের সম রোহ করে সভ্যগণ ॥ এইকালে চেরেস্থানী নৃপতিকে কয় । aঅগ্রে এক অঙ্গীকার কর মহাশয় । যদ্যপি পালন তা হল ভাল মতে হয় । উভয়ের মুখ তবে জানিবে নিশ্চয় ॥ অন্যথা করিলে কিন্তু মুখ না রহিবে। মনোদুঃখ পরস্পর পাইতে হইবে” ॥ রাজা বলে “সুন্দরী কি বল অঙ্গীকার । সন্মতি তাহাতে তুমি জানিবে আমার” } তুচ্ছ কথা নয় তাহা । চেরেস্থোনী কয় ] শেষ রক্ষণ করা ভার করি এই ভয় ॥ অামি দৈত্য জাতি তুমি মানব সন্তান । পরস্পর ভিন্ন মত করি অল্পমান ॥ অামাদের রীতি নীতি করণ কারণ । তোমার সহিতে ঐক্য হবেনা কখন ॥ কিন্তু তামি যাহা বলি শুন যদি তাই । রাখিতে পারিবে প্রেম তবে শঙ্কণ নাই ॥ রাক্তন বলে “ইহা ভিন্ন আর কিছু নয়। এই কি অসাধ্য মোর করিতেছ ভয় ॥ মানবে উত্তম জ্ঞান কর দৈত্য নারী । পাইলে আমাকে সদা তত্র অণজাকারী ॥ তোমার ইচ্ছায় ইচ্ছা মতে হবে মত । সদত পালিব আমি তব* অাজা পথ ” ॥ রাণী বলে “ভাল তবে কর অঙ্গীকার । কথা না কহিবে কোন কৰ্ম্মেতে আমার। যদ্যপিও বুঝ কিছু অন্যায় করিতে । পরিবে নামন্দবোধে অামাকে ভৎসিতে৷ রাজা বলে প্রিয়তমে বলি শুন সার। মন্দ কৰ্ম্ম কর তবু প্রশংসিব তীর ॥সরল স্বভাব ডোরে বান্ধিয়া তোমারে । রাখিব পরম যত্নে হৃদয় অাগারে ॥ বসাইয়া স্নেহ ৰূপ সিংহাসনোপরি। প্রাণেরে করিব মন্ত্রী আঁখিরে প্রহরী ॥ বিচ্ছেদ না পাবে স্থান জানিবে নিশ্চয় । ছল দ্বার বন্ধ করি থাকিব উভয় ॥ এক মাত্র শক্র যেবা আছয়ে মদন । তোমার প্রসাদে তারে করিব নিধন” ॥. শুনিয়া"রাজার কথা কহে চেরেস্থানী । ঘুচিল ভাবনা সৱ শুনি তব বাণী ॥ অতএব সাবধান না হয় অন্যথা । কদাপি আমার কৰ্ম্মে কহিবে না কথা ॥ সন্ধান তে মাকে কহি শুনহে রাজন । মৰ্ম্ম ছাড়া কৰ্ম্ম মোরা করি না কখন ॥ க