& e আত্ম দোষে হারাইয়ণ স্ত্রী পুত্ৰ সকলে । মরণ পর্য্যন্ত-শোক ভাবিব বিরলে ॥ অন্যে যেন আসিতে না পায় এইখানে । কেবল আসিবে তুমি মম বিদ্যমানে ॥ কিন্তু রাজ কায্য কথা না কহিবে । কেবল রাণীর বাৰ্ত্ত সদা শুনাইবে ॥ দ্বার বদ্ধ করি পরে রহিলেন রায় । মন্ত্রী ভিন্ন কেহ কাছে যাইতে না পায় ॥ নিত্য নিত্য গিয়া পাত্র ভূপালের ঘরে । দুঃখেতে র্তাহার মন স্বরঞ্জন করে। মনে ভাবে ক্রমে শোক হইবে বিনাশ । কিন্তু দিনৃ দিন বৃদ্ধি পাইল প্রকাশ ॥ অবিরত ভাবে রাজা কভু হর্ষ নয়. মহা শোকে দশবর্ষ অতিক্রান্ত হয় ৷ এই মত ভূপতির শোক চিন্তা ভোগে । ক্রমশঃ ঘেরিল আসি ঘোরতর রোগে ॥ শিয়রে যখন কাল অণগত হইল । আচম্বিত দৈত্য রাণী অাসিয়া কহিল ॥ শুন রাজা আসিয়াছি পুনঃ অবস্থান । করিতে শোকের শেষ বঁাচাইতে প্রাণ ॥ অঙ্গীকার ভঙ্গ হেতু শাস্ত্র অনুসারে । রহিলাম দশবর্ষ ছাড়িয়া তোমারে ॥ কতু নাহি অসিতাম শুনহে রাজন । প্রেমিকের পথ যদি করিতে হেলন ৷ অনুভব ছিল এই মানব সন্তান । পিরিতি কি রীতি তারা জানেন। সন্ধান ॥ কিন্তু বিধি ঘুচাইল মনের বিষাদ । তোমার চরিত্র হেরি জন্মিল আহলাদ ॥ অতএব পুত্র কন্যা লইয়া সহিতে । আসিয়াছি পুনৰ্ব্বার তোমাকে দেখিতে। একথা যখন কহে রাজার বনিতা । আসিল পিতার কাছে কুমার দুহিতা ॥ দেখিয়া ভূপতি অতি আনন্দে ভাসিল। ক্রমেতে পীড়ার শান্তি হইতে লাগিল । !•WikitanvirBot (আলাপ) পারস্য তিহাস । একস வp সট্রলমিমী সমাপ্ত করিলে ইতিহাস । সখীগণ স্ব স্ব মত করিল প্রকাশ ॥ দৈত্য কুহকির কথা অতি আহলাদের। প্রশংসিয়া কহে, কেহ নিন্দে অাবলের অার সহচরীগণ রুিদ্ধে ইহার । কহিল উত্তম কথা আবল যুবার। এসব শুনিয়া পরে রাজবালা কয় । মোর মতে চীনপতি অপরাধী হয় ৷ এই কথা চেরেস্থানী কহিল যখন । মৰ্ম্ম ছাড়া কৰ্ম্ম মোরা করিনা কখন ॥ শুনিয়াও অঙ্গীকার কেন না রাখিল । পুরুষে পালে না বাক্য প্রতীত হইল । ধাত্রী বলে ঠাকুরাণী কহ এ কেমন । প্রাণ দিয়া কথা রাখে অাছে হেন জন ॥ অনুমতি কর যদি শুনাব এখনি । কেীলফ দেলের দুই প্রেমির কাহিনী । ইহা শুনি রাজকন্যা অনুমতি দিল । সত্বর হইয়া ধাত্রী গল্প অরম্ভিল । কোলফ ও দেলেরার ইতিহাস । প্রবীণ আব্দ লা নামে সাধু এক জন। ডামাস নগর ধাম অসংখ্যক ধন ॥ দেশে দেশে ভ্ৰমি কষ্টে অর্থ উপাৰ্জ্জিল বড় ধন পতি, কিন্তু পুত্র না জন্মিল ৷ এই জন্যে অবিশ্রাস্ত বিতরণ করে। অবাধায় ভিক্ষকের যাতায়াত ঘরে ॥
পাতা:পারস্য ইতিহাস.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।