পাতা:পারস্য ইতিহাস.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o bly- . পারস্য ইতিহাস । পশ্চাং কিঙ্কর কহে দেলেরার কাছে। অামারো শুনিতে বড় অভিলাষ আছে। ইনি মোরে সব কথা করেন বিশ্বাস । কিন্তু কিছু শুনি নাই এপ্রেম আভাষ ॥ কেীলফ রাজার বাক্যে স্তব্ধ একেবারে । পরিহাসে কুলঙ্গিন ভুলাইল র্তারে ॥ তাহার কৌতুক কিন্তু করে সেই ৰূপ। মদ্য পানে ক্ৰমে মত্ত হইলেন ভূপ । আপনার ছদ্মবেশ ভুলিয়া তখন । দেলেরাকে বলে গান করহ এখন ॥ . শুনিয়াছি বড় নাকি কর তুমি গান । শুনাইয়া প্রাণ প্রিয়ে স্নিগ্ধ কর প্রাণ ॥ রুষ্ট না হইয়া হাসি ভূত্যের কথায় । বলে ভাল গান আমি শুনাব তোমায় ॥ ইহ বলি বাশী এক আনিয়া তখনি । অতি চমৎকার স্বরে বজায় রমণী ॥ তদন্তর বীণ যন্ত্র হস্তেতে লইয়া । * গাইল উত্তম গীত সংলগ্ন করিয়া ॥ গীত বাদ্য শুনি তার বিমোহিত ভূপ। ভুলিল যে ধরিয়াছে কিঙ্করের রূপ ৷ দেলেরারে বলে প্রিয়ে কি গান করিলে | একেবারে প্রাণ মন সকলি হরিলে ॥ মেজেনি গায়ক মোর বিখ্যাত এমন । শুনি নাহি তার মুখে এৰূপ কখন ॥ একথা শুনিবা মাত্ৰ বুঝিল যুবতী । ভূক্ত নহে আসিয়াছে আপনি ভূপতি ॥ লজ্জিত হইয়ণ রাম উঠিয়া চলিল । বলে হায় অারে সখী বিপদ ঘটিল ॥ কেীলফ আনিল যারে সাজাইয়া দাস । ভূপতি আপনি তিনি একি সৰ্ব্বনাশ ॥ বসনে ঢাকিয়া মুখ গিয়া তার পরে। রাজার সম্মুখে রাম থাকে যোড় করে। রাজা বলে মুন্দরী বসিতে আজ্ঞা হয় । তোমার সম্মুখে বসি উপযুক্ত নয় ॥ আমি দাস তুমি কত্রী জানিবে অামার। বসি তাম নাহি আজ্ঞা নহিলে তোমার ! দেলেরা একথা শুনি কান্দিতে কান্দিতে ধরিয়া রাজার পায় লাগিল কহিতে ॥ দয়া কর মহারাজ অবলার প্রতি । কিছুই না জানি আমি সরলা যুবতী। স্বচক্ষে দেখিলে যাহা করিলাম ঘরে { অতএব পায় ধরি রক্ষা কর মেরে ॥ ভূমি হতে তুলি রাজা দেলেরারে কয়। ভয় কিছু নাহি তুমি দেও পরিচয় ॥ শুনিয়া সুন্দরী নিজ পরিচয় দিল । পরে রাজা পা ত্ৰ সনে বিদায় হইল ॥ কিন্তু যত পরিহাস করিল যুবতী । সে সকল বিপরীত ভাবিল ভূপতি। মির্জান তাহাতে ত্রই ভাবিলেন মনে । কেীলফ গোপনে বুঝি অাছে তার সনে। যদিস্যাং বিবেচনা করিত রাজন। সন্দেহ অবশ্য র্তার হইত ভঞ্জন ॥ কিন্তু ভূপতির মন ঈর্ষকের প্রায় । , মন্দ কথা কাণে গেলে প্রমাণ না চায় ॥ এহেতু সত্যের তত্ত্ব কিছু নাহি করে। আজ্ঞা দিল একেবারে যেতে দেশান্তরে ॥ কোলফ রাজার ভ্রান্তি দেখিতে পাইল তথাপি মনেতে কিছু চিন্তা না করিল। তাতারে যাইতে ছিল যাত্রী কয় জন । সে সঙ্গে সমরকন্ধে করিল গমন ॥ স্বচ্ছন্দে তথায় গিয়া থাকে সাধুস্থত । বারেক দুর্ভাগ্য জন্যে নহে দুঃখযুত ॥ অদৃষ্টেতে আছে যাহা নিশ্চয় ঘটবে। ভাবিয়া না দেখে সাধু পরে কি হইবে ॥ যত দিন ধন ছিল মুখেতে রহিল । অবশেষে মঠে গিয়া আশ্রয় লইল । জ্ঞানী দেখি মঠধারী নিত্য খাইবারে ॥ দুই ৰূট এক ভাড় জল দেয় তারে ॥