পাতা:পারস্য ইতিহাস.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । সমাচার জানাইল রাজার সম্মুখে ৷ ” রাজস্ব হইবে দিতে আমার প্রভুকে । , প্রণয়ে যদ্যপি কর না দেন এখন । • ত্বরায় আসিয়া যুদ্ধ করিবে রাজন ॥ আনিবেন দুই লক্ষ সৈন্য র্তার সনে । রাজ্য নিয়া প্রাণ নষ্ট করিবেন রণে ॥ মন্ত্রীগণে ডাকি রাজা পরামর্শ করে । যুক্তি কি অযুক্তি কর দিতে নৃপবরে ৷ রাজপুত্র আদি যত সভ্যগণ ছিল । সকল্পে তাহারা প্রায় রণে মত দিল ॥ অতএব-কর-দিতে না করি স্বীকার । ফিরাইয়া দিল দুত কার্জন রাজার। তদন্তর প্রতিনিধি পাঠান ত্বরিতে । প্রতিবাসী রাজগণে জ্ঞাপন করিতে ॥ লোভার্থী কাৰ্জ্জমি রাজা কর নিতে চায় ংগ্রাম তাহার সঙ্গে হইবেক তায় ॥ এদেশের কর যদি নিতে পারে তবে । তোমাদের নিকটেও ক্রমে তাহা লবে । এবিষয়ে সকলেরি অমঙ্গল বটে । অতএব পক্ষ হও যদি যুদ্ধ ঘটে ৷ প্রতিবাসী রাজাগণ শুনি সমাচার । সাহায্য করিতে যুদ্ধে করিল স্বীকার ॥ তার মধ্যে সর্কসি জাতীয় জমীদার । অৰ্দ্ধলক্ষ সৈন্য দিতে করে অঙ্গীকার ॥ এসব আশ্বাষে রাজা করিয়া নির্ভর । নিজ সেনা অাহরণ করিল বিস্তর ॥ তৈমুর এৰুপ সজ্জা করেন যখন । আসিতে লাগিল হেথা কাৰ্জ্জমি রাজন। ছুইলক্ষ যোদ্ধা সৈন্য সঙ্গে ছিল তার । কোজণ্ডি নগরে নদী হইলেন পার । অাইলাক সেগালাক দেশে পরে আসি সৈন্য জন্য খাদ্য দ্রব্য নিল রাশি ২ ॥ তথল হতে জঙ্গি দেশে আসিয়া পড়িল । তখনো এদেশে সৈন্য প্রস্তুত না ছিল ৷ (Ե-Փ সর্কসীয় সেনা তার অন্য রাজাগণ । উত্তরিতে পারে নাই অাসিয়া তখন ॥ পশ্চাৎ যে কালে সবে আসিয়া মিলিল । সেনাপতি হয়ে যুদ্ধে কালফ চলিল ॥ কিন্তু জঙ্গি খণ্ডে আসি শুনিলেন কথা । কার্জম রাজার সৈন্য আসিয়াছে তথণ ॥ যুবরাজ তখনি গমনে ক্ষান্ত দিয়া । করিল রণের শ্রেণী সৈন্য সাজ ইয়া ॥ সংখ্যায় সমান প্রায় ছিল দুই দল । তুল্যই শিক্ষিত রণে উভয়ের বল । অীরস্তু হইল যুদ্ধ ঘোরতর অতি । তুল্য যুঝে উভয়ের সেন সেনাপতি ॥ কার্জম ভূপতি বীর মুপারক য়ণে । সেনাপতি হয়ে যুদ্ধ করে প্রাণপণে ॥ এদিকে কালফ তবু যোদ্ধা অভিনব । কিন্তু বল প্রকাশিল তাহে অসম্ভব । করিল উভয়ে রণ এমন সাহসে । না হইল কার জয় সমস্ত দিবসে ॥ সন্ধ্যাকালে দুই পক্ষ ক্ষান্ত দিল রণে । প্রত্যষে করিবে যুদ্ধ স্থির ভাবি মনে ॥ সর্কসীয়া সেনাপতি রাত্রিতে গোপনে । সাক্ষাৎ করিল গিয়া কাৰ্জ্জমির সনে ॥ কহিল লিখিয়া যদি দেও নৃপবর । অামার নিকটে অার না লইবে কর ॥ তবে অামি সেনা নিয়ণ যাই নিজ দেশে । কল্য প্রাতে বিজয়ী হইবে বিনা ক্লেশে । "ইহা শুনি অবিলম্বে কার্জমি রাজন । লেখা পড়া তারসঙ্গে করিল তখন ॥ তদন্তর সেনাপতি হইয়া বিদায় । আপনার বাসে অাসি রজনী পোহtয় ॥ পরদিনে রণ সজ্জা হইল যখন । , সর্কসীয় সৈন্যগণ গেল না তখন ॥ ছাড়িয়া রাজার পুত্রে সর্কসির বল । গমন করিল দেশে ত্যজি রণস্থল ৷ Y.