পাতা:পারস্য ইতিহাস.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ই ইহা শুনি পরে নৃপকরিয়া ভোজন । গ্রান্তি শান্তি করিবারে করিল শয়ন ॥ রজনী প্রভাত কালে উঠিয়া ত্বরিতে । নগরের মধ্যে যান ভ্ৰমণ করিতে ৷ দোকানেতে ছিল এক শিল্পকার নর। জিজ্ঞাসিল “জান কোথা অাবলের ঘর”। এত শুনি শিল্পকার কহিল হাসিয়া । “কোথার বিদেশী তুমি জিজ্ঞাসআসিয়৷ জগতে বিখ্যাত নাম অবলের ঘর । জিনিয়ণ রাজার পুরী অতি শোভাকর ॥ 4भउ ॐनिक बोक्ने ऊांड नश् छूमि । এ কথায় চমৎকার ভবিলাম আমি” ৷ রায়কহে “হেথা নহে অামার বসতি । জ্ঞাত নহি গৃহ করে এসেছি সম্প্রতি । বাড়ী দেখাইতে যদি সঙ্গে দেও কারে । অত্যন্ত বাধিত তুমি করিবে আমারে"। শিল্পকার এই কথা শুনিয়ণ রাজার । একজন বালকেরে সঙ্গে দিল তার ॥ দেখাইয়া দিল শিশু অবিলের ঘর । নৃপতি দেখিল তাহা অতি মনোহর । দ্বারে দ্বারপাল আছে কিছু নাহি বলে । প্রবেশ করিল রাজা ভিতর মহলে ॥ সভার নিকটে চৱ বিস্তর দেখিল । তাহীদের একজনে ডাকিয়া কহিল ॥ ‘আসিয়াছি এই খানে বিদেশ হইতে । তোমার প্রভুর সঙ্গে সাক্ষাং করিতে ॥ । র্তাহারে যাইয়। যদি দেও সমাচার । তবে রডু উপকার করিবে অামার, ॥ হেরিয়া রাজার মুখ ভাবে অনুচর। সামান্য এলেকি নহে হবে ভাগ্যধর ॥ অবিলম্বে গিয়া ভূত্য গোচর করায় । শুনিয়া অাবল যুব আসিল ত্বরায় ॥ সমাদর পুরঃসর লয়ে নৃপবরে । করে ধরি বসাইল দিব্য এক ঘরে। তত্ত্বাস । বসিয়া ভুপতি তথা ব হেন আবলে । “তোমার প্রশংসা অতি পৃথিবীমণ্ডলে । ভুবন বিখ্যাত যার মুখ্যাতি এমন । আসিয়াছি দেখিবারে সেজন কেমন” । শুনিয়ণ রাজার বাক্য অবিল-কাসমৃ । শিষ্টাচারে মিষ্টালাপ করিল উত্তম ॥ পালঙ্কেতে নৃপতিকে বসাইয়া পরে । পরিচয় জিজ্ঞাসিল যোগ্য সমাদরে ॥ কোন দেশে বাস তব কিবা ব্যবসায় । এদেশে আসিয়া বাসা করিলে কোথtয়। রাজা বলে “ বোগদাদে বাস মহাশয় । সদাগরি ব্যবসায়ে করি দিন ক্ষয় ॥ কালি সন্ধ্যাকালে আসি বশরা নগরে । করিয়াছি বাসা ভাড়া বাজারের ঘরে” ] এই ৰূপ দুই জনে করে শিষ্টাচার । আসিল দ্বাদশ ভূত্য লইয়া আহার ॥ স্ফটিকের পাত্র হাতে মণিতে খচিত । মনোনীত স্থরা তাহে শোভা অত্তলিত ॥ দ্বাদশ যুবতী তার পশ্চাতে আসিল । নানা বিধ ফলমূল সকলে আনিল । রাজার সম্মুখে মুরা অনিল কিঙ্করে । মধুর মদিরা নৃপ পানকরে পরে। তদন্তর ভোজনের সময় বুঝিয়া । অন্যঘরে যায় যুবা রাজাকে লইয়া ॥ বিবিধ সুবর্ণ পা ত্ৰ সুসজ্জিত ঘর । উপাদেয় খাদ্য তাহে অতি শোভাকর। ভোজন হইলে সাঙ্গ হরিষ অন্তরে । প্রবেশিল দুই জনে অন্য এক ঘরে ৷ সেস্থান দেখিল রাজা আরো মুসজ্জিত । বহুস্বর্ণপাত্র হীরা মণিতে খচিত ॥ স্বরাপানে দুইজনে প্রফুল্ল যখন_ যন্ত্র নিয়া সখীগণ আসিল তখন ॥ আরম্ভিল গান বাদ্য অতি মনোহর । মোহিত হুইয়া মনে ভাবে নৃপবর ॥