পাতা:পারস্য ইতিহাস.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిష్చి দেখিলাম চারি জন আরো সেই খানে । খাইছে খাজুর তারা মত্ত মদ্য পানে ॥ তাহাদের সঙ্গে মোরে বসাইল নিয়া । ভয়ে ভয়ে খাইলাম একত্রেতে গিয় ॥ হইবেক দস্থ্য তারা ভাবিলাম মনে । ফলতঃ প্রকাশ তাহা হইল কথনে ॥ সেই রাত্রে দস্থ্যপনা করেছিল যথা । অারম্ভিল কয় জন সেই সব কথা ॥ পরে মেরে এইরূপ কহে চোরগণ । আমাদের সঙ্গী তুমি হও এক জন । বিষম শঙ্কট দেখি ভাবি মনে মনে । কেমনে হইব দস্থ্য তাহাদের সনে ॥ যদিস্তাং অস্বীকার করি আমি তায় । সেই ক্ষণে তাহীদের হস্তে প্রাণ যায় ॥ ভাবিয়া না পাই স্থির কি দেই উত্তর । হেন কালে পরিত্রাণ করিল ঈশ্বর ॥ আচম্বিত আসিল কাজীর জমাদার । অস্ত্রধারী বহুলোক সঙ্গে ছিল তার ॥ গোরস্থানে প্রবেশিয়া বান্ধি রজ্জ দিয়া । সকলেরে কারাগারে রাখিলেক নিয়ন ॥ সেই স্থানে রাত্রি বাস হইল সবার । প্রত্যুষে আসিল কাজী করিতে বিচার ॥ দস্থ্যগণ দোষ কৰ্ম্ম মানিলেক সব। মিথ্যা কথা মিথ্যা হবে করি অনুভব ॥ অপর অামার হলো কাহিনী কহিতে । যেৰূপে হইল দেখা দস্থ্যর সহিতে ॥ সায় দিল চোর সবে অামার কথায় । কাজী মোরে রাখাইল স্বতন্ত্র তথায় ॥ তুষ্ট হয়ে মুক্তি দিতে করিয়া মনস্থ। শুনিতে চাহিল মোর বৃত্তান্ত সমস্ত 1 কেন গিয়াছিলে গোরে থাকিতে কোথায়। সহস্ৰ সহস্র প্রশ্ন জিজ্ঞাসে অামায় ॥ কহিলাম সব কথা বিস্তারি তখন । কেবল বংশের বার্তা রাখিয়া গোপন ॥ . পারস্য ইতিহাস । একথা পর্য্যন্ত তারে বলিলাম পরে । ভিক্ষায় যাইয়া কল্য মোয়াফেক ঘরে ॥ দেখিয়াছি বামা এক মনোরমা অতি । তাহার সৌন্দর্য্যে মোর বিচলিত মতি ॥ মোয়াফেক নামে তার রক্তিম লোচন। ভাবিয়া কিঞ্চি ই কাল কহিল বচন ॥ নিঃসন্দেহ সে যুবতী মোয়াফেক স্থত । শুনিয়াছি অতিশয় ৰূপগুণ যুতা ॥ যদ্যপি বা নীচ তুমি হও অতিশয় । তথাপিও মনোব"ঞ্ছা পুরাইতে হয় ॥ অতএব নিজে অামি লইলাম ভার। চেষ্টা পাব তোমাতে বিবাহ দিতে তার ॥ ইহাতে যদ্যপি তারে না পাও একান্ত । তবে জান কৰ্ম্ম দোষ তোমারি নিতান্ত ॥ এত শুনি বিচারকে করি নমস্কার। বুঝিতে না পারি কিন্তু মনস্থ তাহার ॥ পরে দাস এক জন কাজীর অাজায় । তথ। হতে স্ব নে নিয়া চলিল অামায় ॥ ইতি মধ্যে বিচারক দুই অনুচরে। পাঠাইল মোয়াফেকে ডাকিবরি তরে ॥. মোযাফেক উপনীত হইল যখন । উঠিয় তাহারে কাজী সত্তাষে তখন। আলিঙ্গন তার সঙ্গে করে তার পর । মোয়াফেক চমৎকার দেখি সমাদর ॥ ভাবে মনে বৈরিভাব আছে যার সনে । সে যে আজি মান্য করে কিসের কারণে ॥ কাজী বলে ওহে ভাই ইচ্ছা বিধাতার। অামাদের শত্ৰ ভাব না থাকিবে অার ॥ কল্য আসি বশরার রাজার তনয় । অবস্থিত হয়েছেন আমার আলয় ॥ শুনিয়াছে যুবরাজ শুন কহি সার। পরম সুন্দরী নাকি দুহিতা তোমার ॥ বিবাহ করেন তারে অভিপ্রায় বটে । ইচ্ছা যাহে অামা হতে এই কৰ্ম্ম ঘটে ৷