এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট।
অ
অধিষ্ঠানাধিকরণ—নগরের প্রধান বিচারপতি।
অনুগাঙ্গ—গঙ্গাতীরবর্ত্তী প্রদেশ।
অন্তর্ব্বেদী—গঙ্গা ও যমুনার মধ্যস্থিত ভূভাগের অপর নাম।
অভিধর্ম্মকোষ ব্যাখ্যা | বৌদ্ধ ধর্ম্মগ্রন্থদ্বয়ের নাম। |
অভিধর্ম্মবিভাষা শাস্ত্র |
অলসদ্দ—Alexandria, যবনরাজ আলেক্জান্দার ভারতের উত্তরপশ্চিম সীমান্তে স্বনামে অনেকগুলি নগর স্থাপন করিয়াছিলেন।
অহিচ্ছত্র—পঞ্চাল রাজ্যের প্রাচীন রাজধানী, ইহা আধুনিক বেরিলী জেলায় অবস্থিত। ইহার বর্ত্তমান নাম রামনগর।
অর্হৎ—সিদ্ধ বৌদ্ধাচার্য্যগণের নাম।
আ
আর্ত্তিমিদর—গ্রীক্ নাম (Artemidoros)
আনর্ত্ত—সুরাট্ ও গুজরাটের নিকটবর্ত্তী প্রদেশের প্রাচীন নাম।
আন্তিয়োক—আলেক্জান্দারের সেনাপতি সিলিউকস্ নিকেটরের বংশজাত সিরিয়ারাজ ৩য় আন্তিয়োক (Antiochos III)
আলম্বন—রেলিংএর ঊর্দ্ধভাগ (Architrave)
উ
উদ্যান—প্রাচীন গান্ধারের নিকটবর্ত্তী দেশ বিশেষ। ইহার বর্ত্তমান নাম ‘হাজারা’