পাতা:পাষাণের কথা.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট।

অধিষ্ঠানাধিকরণ—নগরের প্রধান বিচারপতি।

অনুগাঙ্গ—গঙ্গাতীরবর্ত্তী প্রদেশ।

অন্তর্ব্বেদী—গঙ্গা ও যমুনার মধ্যস্থিত ভূভাগের অপর নাম।

অভিধর্ম্মকোষ ব্যাখ্যা  বৌদ্ধ ধর্ম্মগ্রন্থদ্বয়ের নাম।
অভিধর্ম্মবিভাষা শাস্ত্র

অলসদ্দ—Alexandria, যবনরাজ আলেক্‌জান্দার ভারতের উত্তরপশ্চিম সীমান্তে স্বনামে অনেকগুলি নগর স্থাপন করিয়াছিলেন।

অহিচ্ছত্র—পঞ্চাল রাজ্যের প্রাচীন রাজধানী, ইহা আধুনিক বেরিলী জেলায় অবস্থিত। ইহার বর্ত্তমান নাম রামনগর।

অর্হৎ—সিদ্ধ বৌদ্ধাচার্য্যগণের নাম।

আর্ত্তিমিদর—গ্রীক্ নাম (Artemidoros)

আনর্ত্ত—সুরাট্ ও গুজরাটের নিকটবর্ত্তী প্রদেশের প্রাচীন নাম।

আন্তিয়োক—আলেক্‌জান্দারের সেনাপতি সিলিউকস্ নিকেটরের বংশজাত সিরিয়ারাজ ৩য় আন্তিয়োক (Antiochos III)

আলম্বন—রেলিংএর ঊর্দ্ধভাগ (Architrave)

উদ্যান—প্রাচীন গান্ধারের নিকটবর্ত্তী দেশ বিশেষ। ইহার বর্ত্তমান নাম ‘হাজারা’