গ
গণ—থর্ব্বাকৃতি লম্বোদর মনুষ্য।
গর্ভগৃহ—মন্দিরের বা স্তূপের অভ্যন্তরস্থিত প্রকোষ্ঠ।
গর্ভচৈত্য—যে সকল চৈত্য বা স্তূপের একটী কক্ষ থাকিত তাহার নাম গর্ভচৈত্য। এই সকল কক্ষে বুদ্ধের বা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধানগণের অস্থি বা ভস্ম রক্ষিত হইত।
গান্ধার—ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্তের দেশ-বিশেষ। প্রাচীন গান্ধার দেশ বর্ত্তমান কালের পেশোয়ার ও বন্নু জিলায় অবস্থিত ছিল। প্রাচীন গান্ধারবাসিগণ খৃঃ ৬ষ্ঠ শতাব্দীতে প্রাচীন গান্ধার পরিত্যাগ করিয়া পশ্চিম দক্ষিণ কোণে যে নূতন নগর স্থাপন করিয়াছিলেন তাহারই বর্ত্তমান নাম কন্দাহার (Cunningham—Archaeological Survey Reports vol. XVI. P.)
ঘ
ঘট্ট—ঘাট।
চ
চম্পা—বর্ত্তমান ভাগলপুর নগরের অনতিদূরে অবস্থিত।
চোলমণ্ডল—ভারতের দক্ষিণপূর্ব্ব সমুদ্রোপকূল।
জ
জাউল—জউল বা জউব্লু, শক ও হূণজাতির অংশ বিশেষের নাম।
জাতক—বুদ্ধগণের পূর্ব্বজন্মের কাহিনী।
জালন্ধর—বর্ত্তমান নাম জলন্দর।
ট
টক্ক—পঞ্চনদ বা পাঞ্জাবের প্রাচীন নাম।