পাতা:পাষাণের কথা.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ৭ ]

বিদিশা—বর্ত্তমান নাম ভিল্‌সা। ইহা গোয়ালিয়ার রাজ্যে অবস্থিত ও ভূপাল নগরের নিকটবর্ত্তী।

বিপশ্বী— গৌতমের পূর্ব্ববর্ত্তী বুদ্ধগণের নাম। বৌদ্ধ মতানুসারে গৌতমের পূর্ব্বে আর পাঁচজন বুদ্ধত্বলাভ করিয়াছিলেন।
বিশ্বভূ—

বিষয়—প্রদেশের অংশ বিশেষ, চাক্‌লা, জিলা।

বিহার—অর্থে বৌদ্ধ মন্দির বা সঙ্ঘারাম উভয়ই বুঝায়।

বৈশালী—বর্ত্তমান নাম বসার, ইহা মোজফ্‌ফরপুর জিলায় অবস্থিত।

শক—জাতি বিশেষের নাম, ইহার প্রাচীন গ্রীক্‌গণের Sakai বা Skythoi।

ষাহি—কুষণ বংশীয় সম্রাটগণের উপাধি, এখনও বহু প্রাচীন রাজপুত বংশ এই উপাধি ব্যবহার করিয়া থাকেন।

সঙ্কাস্য—বর্ত্তমান নাম সঙ্কিসা, ইহা ইটা জিলায় অবস্থিত। প্রবাদ আছে গৌতম বুদ্ধ এই স্থানে ত্রয়স্ত্রিংশ স্বর্গ হইতে অবতরণ করিয়াছিলেন।

সঙ্ঘ—বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়। সঙ্ঘ, বৌদ্ধত্রিরত্নের একটি রত্ন।

সঙ্ঘারাম—Monastery; বৌদ্ধ সন্ন্যাসীদিগের বাসস্থান।

সদ্ধর্ম্ম—বৌদ্ধধর্ম্মের নাম।

সাকেত—অযোধ্যা বা কৌশলের নামান্তর।

সুরসেন—মথুরার প্রাচীন নাম

সুবর্ণভূমি—ব্রহ্মদেশের প্রাচীন নাম।

সুবস্তু—ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের নদীর নাম। ইহার বর্ত্তমান নাম সোয়াত (Swat)