পাতা:পাষাণের কথা.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



[ ৮ ]

সূচি—রেলিংএর অংশ বিশেষ (Cross bar)

স্তূপ—বৌদ্ধ মন্দিরবিশেষ, ইহার আকার অর্দ্ধবর্ত্তুলের (hemispherical) ন্যায়। বুদ্ধদেব স্বয়ং স্তূপ বা চৈত্যের আকার বর্ণনা করিয়াছিলেন, পালি গ্রন্থবিশেষে এই কথা লিখিত আছে।

স্তূপ-বেষ্টনী—স্তূপের বা চৈত্যের চারি পার্শ্বের প্রাচীর বা রেলিং।

স্থাণ্বীশ্বর—বর্ত্তমান নাম থানেশ্বর।

হিরণ্যবহা—শোণের অপর নাম।