পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե* r পীতাতঙ্কের প্রতিকার ভোগের পর কারাগার হইতে বাহির হইবামাত্র অর্ডিনান্স অনুসারে পুনৰ্ব্বার তাহাদিগকে গ্রেপ্তার করা হয় । মনে হইতে পারে আমাদের পরাধীন দেশ বলিয়াই দেশীয় অপরাধীর প্রতি এরূপ ব্যবস্থা ; কিন্তু স্বাধীন দেশেও এই ভাবে গ্রেপ্তারের নিদর্শনের অভাব নাই । স্বতরাং এই নজীর দেখিয়া আমরা আশ্বস্ত হইতে পারি না ? স্কটল্যাণ্ড ইয়ার্ডের কৰ্ম্মচারীরা পলের সংস্পর্শে আসিয়া তাহার চরিত্রগত বিশেষত্ব সম্বন্ধে যে সকল কথা জানিতে পারিয়াছিলেন, তাহা উক্ত বিবরণটির পাদটীকায় তাহারা লিখিয়া রাখিয়াছিলেন । ডি ডি ও ওয়াকার একত্র সেই পাদটীকা পাঠ করিলেন ; তাহা সজিক্ষপ্ত হইলেও উল্লেখের অযোগ্য নহে । তাঁহাতে লিথিত ছিল— “দুৰ্দ্দাস্ত স্বভাব । শত্রুর প্রাণসংহারের প্রবৃত্তি প্রবল। আগ্নেয়াস্ত্র সৰ্ব্বদা সঙ্গে রাখে । স্ত্রীলোকের সহযোগিতা সযত্নে পরিহার করে ; কোন অপকৰ্ম্মে তাহদের সাহায্য গ্রহণ করে না। একাধিক পত্নী রাখে } বৃটিশ জাতির প্রতি নিদারুণ ঘৃণা ও বিদ্বেষ । ইংরাজের নামে যেন ক্ষেপিয়া উঠে। প্রকান্ত বিপ্লববাদী।” (anarchist)

  • ২৪২এ নং দণ্ডিত অপরাধীর” হুলিয়া বাদামী রঙের সরকারী ফরমে বিবৃত হইয়া ছিল । ভি ডি ও ওয়াকার তাহাও পাঠ করিলেন । তাহা এইরূপ—

জন জিওফ্রি পল—ওরফে (১) এডলফ লিষ্টনভ ( ২ ) পল ক্যাটরক ( ৩ ) হিউগো ষ্ট্রেয়স ( এবং আরও পাচ ছয়টি উপনাম ) বিপ্লববাদীত রাজদ্রোহ-প্রচারক, রুসিয়ান গুপ্তচর ; ( ভীষণ প্রকৃতি, সৰ্ব্বদা আগ্নেয়াস্ত্র বহন করে, এবং সামান্ত ဥ္ႏိုင္တြ তাহা ব্যবহার করে । ) উচ্চতা, পাচ ফিট নয় ইঞ্চি, বুকের ছাতি সঙ। চক্ষু, কালো । দাত ( দুই পাটাই কৃত্রিম ) সাদা ও স্বগঠিত ; তাহ সুবিধামত ব্যবহার করে। মুং