পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার У о У পাইলেন না। তখন তিনি ব্যগ্রভাবে অপারেটারকে বলিলেন, “অপারেটার, স্বপারভাইসারকে ডাক। আমি পুলিশ-কমিশনার পিয়ারসন, পেণ্টনভিল কারাগার হইতে কথা বলিতেছি । তুমি শীঘ্র লাইন খোলসা করিয়া দাও ; আমি এই মুহূৰ্ত্তে হলওয়ে-জেলের সহিত লাইনের যোগ চাই, বিশেষ প্রয়োজন ।” উত্তর হইল, “এখনই দিতেছি মহাশয়, এক সেকেণ্ডের জন্য অপেক্ষা করুন ।” ডি ডি টেলিফোনের রিসিভার কানের কাছে ধরিয়া রহিলেন ; সেই সময় তিনি অনেকের অস্ফুট কণ্ঠধ্বনি শুনিতে পাইলেন, যেন কয়েকজন লোক কোন বিষয় লইয়৷ উত্তেজিত ভাবে তর্ক-বিতর্ক করিতেছিল —মুহূৰ্ত্ত পরে ডি ডি স্বপারভাইসারের কণ্ঠস্বর শুনিতে পাইলেন । ச সুপারভাইসার তাহাকে ফোনে বলিল, “দুঃখের সহিত আপনাকে জানাইতেছি আপনার অনুরোধ রক্ষণ করিতে পারিলাম না ; লাইন খারাপ হইয়া গিয়াছে দেখিতেছি ! আপনি রিসিভার রাখিয়া কিছু কাল অপেক্ষা করুন, পরে আবার সংবাদ লইবেন । আশা করি আমার প্রস্তাবে আপনার আপত্তি নাই ।” ডি ডি অধীর ভাবে গর্জন করিলেন ; কিন্তু কি করিবেন ?—ৰ্তাহাকে অপেক্ষা করিতে হইল। কয়েক মিনিটের মধ্যে তিনি আর কোন সাড়া পাইলেন না । ডি ডি পুনৰ্ব্বার ডাকাডাকি আরম্ভ করিলেন ; দুই তিন মিনিট পরে উত্তর পাইলেন, “লাইন অচল হইয়াছে মহাশয়, যদি আপনার কোন জরুরি সংবাদ থাকে, তাহা হইলে বলুন—আপনার দলের রোদের তাহ জানাইয়া দিব।”