পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ e 8 পীতাতেঙ্কর প্রতিকার আগন্তুক উ-সাম হে।-লির সম্মুখে ঝুকিয়া-পড়িয়া তাহার মুখের কাছে কান পাতিল । হো-লি তাহার কানে কানে কয়েকটি কথা বলিলে উ-সামও মৃদুস্বরে কি বলিল । পরামর্শ শেষ হইলে উ-সাম হো-লির নিকট বিদায় গ্রহণ করিল। হো-লির উপদেশ শুনিয়া তাহার মন আনন্দে পূর্ণ হইয়াছিল ; এজন্য সে উৎসাহিত ভাবে চলিতে লাগিল । কিন্তু সে হো-লির নিকট বিদায় লইবার সময় সপথ করিয়া তাহাকে বলিয়াছিল কোন একটি গোপনীয় ঘটনার কথা সে কাহারও নিকট প্রকাশ করিবে না। উ-সাম প্রস্থান করিলে হো-লি প্রফুল্লচিত্তে চণ্ডুর ধূমপান করিয়া ধৰ্ম্মগ্রন্থ পাঠে মনোনিবেশ করিল । বেলা বারটার সময় সে পাঠ সাঙ্গ করিয়া তাহার উভয় স্ত্রীকে মাহ্বান করিবার জন্য হাততালি দিল । তাহার ইঙ্গিতে উভয় পত্নীই ততা সম্মুখে উপস্থিত হইল ; তখন সে মুখ তুলিয়া শিং-বাধানে চশমার ভিতর দিয়া তাহাদের উভয়েরই মুখের দিকে চাহিল । তথন মধ্যাহ্ন তপনের কিরণ দুঃসহ হইয়াছিল । দার্শনিক প্রবর অত্যন্ত স্কুলাঙ্গ বলিয়া নিদারুণ গ্রীষ্মে ঘৰ্ম্মধারায় তাহার সর্বাঙ্গ · প্লাবিত হইতেছিল। গরম অসহ হওয়ায় সে তাহার পত্নীদ্বয়কে আদেশ করিল, “তোমরা আমার সুশীলা স্ত্রী এবং আমার আজ্ঞাতুবৰ্ত্তিনী । নারীর প্রধান কৰ্ত্তব্য পতিসেবা; ইহাই তোমাদের স্বপ শাস্তি ও পরলোকে স্বৰ্গলাভের একমাত্র উপায় । ষে সকল শ্বেতাঙ্গ-রমণী স্বামীকে অগ্রাহ করিয়া পরপুরুষের সহিত নৃত্য গীত করে ও স্বাধীন ভাবে বিচরণ করে, মৃত্যুর পর .তাহারা নরকে প্রেরিত হইবে ; কিন্তু তোমাদের ন্যায় পতিপ্রাণী নারী অনস্তকাল স্বর্গে বাসের জন্য দেবতাদের নিকট মৌরুসী পাট্রা পাইবে । আমিই তাহা মঞ্জুর করিয়া দিব ; সে জন্য প্রাণপণে আমার সেবা কর /